বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ, সুযোগ পেল স্কটল্যান্ড
নতুনপয়গাম ডেস্ক: মোস্তাফিজুর রহমান ইস্যুতে অবশেষে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। গতকাল অফিসিয়ালি ঘোষনা হয়ে গেল- এবারের বিশ্বকাপে নেই টাইগাররা। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ভারতে গিয়ে খেলবে কি না, নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ তথ্য না পাওয়ায় আইসিসি নিজেদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাইপ্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল চিহ্নিত করার পথে অগ্রসর হয়।”
আর সেই বিকল্প দলটি টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ড।বাংলাদেশের পরিবর্তে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আইসিসি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা। ফলে বাংলাদেশীদের হতাশার দিনে,খুশির হাওয়া স্কটিশ শিবিরে।








