ওন্দায় আক্রান্ত বিজেপি নেতা তাপসের পাশে শুভেন্দু অধিকারী
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দায় অগ্নিসংযোগের ঘটনায় আক্রান্ত বিজেপি নেতা তাপস বারিকের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক অমরনাথ শাখা সহ দলের অন্যান্য নেতৃত্ব।
গত বুধবার গভীর রাতে বিজেপি নেতা তাপস বারিকের বাড়ির বাইরে থেকে শিকল আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি। বাবা-মাকে নিয়ে কোনওরকমে বাইরে বেরিয়ে প্রাণে রক্ষা পেলেও সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে বিজেপি নেতার পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল।
ঘটনার তিনদিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ– এই অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারী আশ্বাস দেন, পুড়ে যাওয়া বাড়ি পুনর্নির্মাণের জন্য সবরকম সাহায্য করা হবে। পাশাপাশি ভাঙচুর ও লুটপাট চালানো বিজেপি নেতার দোকানও নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে জানান তিনি। আক্রান্ত বিজেপি নেতার বাবা-মাকেও তিনি সাহস জোগান। শুভেন্দু অধিকারী জানান, পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হয়ে আইনি সহায়তা দেওয়া হবে। এদিন তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন তাপস বারিককে। ভবিষ্যতে তাঁর নিরাপত্তার দায়িত্ব দল নেবে বলেও আশ্বাস দেন বিরোধী দলনেতা।








