হেয়ারিং হয়রানির প্রতিবাদে জাতীয় পতাকা হাতে রেল লাইনে শুয়ে রেল অবরোধ
নতুন পয়গাম, এবাদত ইসলাম, পূর্ব বর্ধমান: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে বর্ধমান স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয়রা। শনিবার বেলা সাড়ে ১১টার পর জাতীয় পতাকা হাতে স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। রেললাইনে শুয়ে পড়েন একাংশ বিক্ষোভকারী, ফলে একাধিক লোকাল ট্রেন আধ ঘণ্টারও বেশি সময় আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশি ধরার নামে বারবার ডেকে মানুষকে হেনস্তা করা হচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। যদিও এক যাত্রী অভিযোগের বিষয়টি সমর্থন করলেও রেল অবরোধের বিরোধিতা করেন। খবর পেয়ে দ্রুত বিশাল পুলিশ বাহিনী, জিআরপি ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা চলে বেশ কিছুক্ষণ। পরে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বর্ধমান স্টেশন দিয়ে সব ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়ায় ও শুনানি কেন্দ্রে ভোটারদের হেনস্তার অভিযোগে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। ফরাক্কা, চাকুলিয়া-সহ বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়েছে। অনেক ক্ষেত্রে তা হিংসাত্মক রূপও নিয়েছে। বাইরে আগুন লাগিয়ে প্রতিবাদের পাশাপাশি, ভাঙচুর করা হয়েছে বিডিও অফিসেও। সেই তালিকায় এবার নাম জুড়ল বর্ধমানের।








