নেতাজী জয়ন্তীতে ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান
নতুন পয়গাম: শুক্রবার ২৩জানুয়ারী বজবজ তদন্ত কেন্দ্রের সামনে নারীর মর্যাদা, ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানিয়ে নেতাজী সুভাষচন্দ্র বসু’র জন্মজয়ন্তী পালিত হয়।এদিন মানবাধিকার সংগঠন সিপিডিআরএস মহেশতলা বজবজ সাতগাছিয়া জোনাল কমিটির নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর বাল্যকাল থেকে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদান পর্যন্ত জীবন সংগ্রামের শিক্ষার বর্তমান সময়ে প্রয়োজনীয়তা সম্পর্কে সিপিডিআরএস মহেশতলা বজবজ সাতগাছিয়া জোনাল কমিটির সম্পাদক চন্দ্রভান পাল,ওয়ার্কিং প্রেসিডেন্ট মীনা পান্ডে ও সহসভাপতি আইনজীবী মনোজ কুমার মন্ডল বক্তব্য রাখেন।কর্মসূচী থেকে সাম্প্রদায়িক বিভাজন, গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধেও আওয়াজ উঠে। এদিনের এই কর্মসূচীতে পথচলতি মানুষজনও সামিল হন।








