এই প্রথম বৈঠকে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা
নতুন পয়গাম: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২৩-২৪ জানুয়ারি শুক্র ও শনিবার প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও মার্কিন প্রশাসনের কর্মকর্তারা ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন। ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আবুধাবিতে এই বৈঠক চলছে। কয়েক মাস আগে হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কি একদফা বৈঠক করেন। তারপর কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও ট্রাম্প-জেলেনস্কি বৈঠক করেন। তারপর এই বৈঠক সবথেকে হাইপ্রোফাইল। সারা বিশ্বের নজর এই ত্রিপাক্ষিক বৈঠকের দিকে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত।
দাভোসে আমেরিকার বিশেষ দূত তথা ট্রাম্পের বেয়াই স্টিভ উইটকফ তার বক্তব্যে বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। আলোচনা এখন শেষ পর্যায়ে। যদি উভয় পক্ষ সমাধান চায়, তাহলে আমরা অবশ্যই সমাধান করতে পারব। তার আগে উইটকফ ও তার পুত্র তথা ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিনের উদ্দেশে বার্তা হল ইউক্রেনে যুদ্ধ শেষ হতে হবে। এই বৈঠককে ফলপ্রসূ বলেন জেলেনস্কি। তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বক্তব্যে জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক আদালতে পুতিনের বিচার হওয়া উচিত।








