আজ জিতলেই সিরিজ ভারতের পকেটে
স্টাফ রিপোর্টার: ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি চাননা গৌতম গম্ভীর। প্রতিপক্ষকে হালকা নিয়ে আর ডুবতে চান না তিনি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দাপটে জিতে পরের ম্যাচেই ছন্দপতন ঘটে আর শেষ হয় সিরিজ হার দিয়ে।তাই আজকে জিতেই সিরিজ পকেটে পুরতে চায় টিম ইন্ডিয়া। কাপযুদ্ধের আগে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে। অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে সূর্যকুমার যাদব ব্রিগেড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দু’টিতে জয় এসেছে হেসে-খেলে, বিপক্ষকে দুমড়ে দিয়ে। রবিবার গুয়াহাটিতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সিরিজ জয় নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে ওয়ান ডে সিরিজে মুখ থুবড়ে পড়ার লজ্জায় কিছুটা প্রলেপ পড়বে।
বুধবার নাগপুরে অভিষেক শর্মার ধুমধাড়াক্কায় জয় এসেছিল ৪৮ রানে। শুক্রবার রায়পুরে তফাত গড়ে দিলেন ঈশান কিষান। ৬ রানে দুই ওপেনার ফিরে যাওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠেন বাঁ হাতি ব্যাটার। ঝড়ের গতিতে মাত্র ৩২ বলে তাঁর সংগ্রহ ৭৬। সেটাই অনায়াসে জয়ের ভিত গড়ে দেয়। রায়পুরে মেজাজে ফিরলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। এই ফরম্যাটে দেশের হয়ে ৪৬৮ দিন ও ২৩ ইনিংস পরে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকালেন তিনি। ৩৭ বলে অপরাজিত ৮২ সেজন্যই সমর্থকদের স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যান অনুসারে, ইনিংসের শুরুতে ১০ বলে তাঁর নামের পাশে ছিল ১০ রান। পরের ২৭ বলে আসে ৭২। ঈশান-সূর্যর সঙ্গে দাপট দেখান শিবম দুবেও। ফলে ২৮ বল বাকি থাকতেই ২০৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
তবে চিন্তায় রাখছেন ওপেনার সঞ্জু স্যামসন। গত বছর পাঁচ ম্যাচে তিনটি শতরান এসেছিল সঞ্জুর ব্যাটে। তাঁকে ওপেনিংয়ে নামার সুযোগ করে দিতেই স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে শুভমান গিলকে। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে সঞ্জু সেই আস্থার মর্যাদা দিতে পারেননি। তাঁর ব্যাটে আসে যথাক্রমে ১০ ও ৬। এক্সপ্রেস গতির ডেলিভারির বিরুদ্ধে সমস্যায় পড়ছেন তিনি। আউট হওয়ার ধরনেই তা পরিষ্কার। পাশাপাশি, কিপিং গ্লাভস হাতেও খুব স্বচ্ছন্দ দেখাচ্ছে না কেরলের ৩১ বছর বয়সি ক্রিকেটারকে। রবিবার নিশ্চিতভাবেই আরও একটা সুযোগ পাবেন তিনি। তাতেও সঞ্জু ব্যর্থ হলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠবেই। যোগ্য বিকল্প হিসেবে ঈশানের উপস্থিতি আরও চাপে রাখছে স্যামসনকে।
ভারতীয় বোলিং নিয়ে অবশ্য চিন্তা থাকছে। দুটো ম্যাচেই বড় রান তুলেছে মিচেল স্যান্টনারের বাহিনী। অর্শদীপ সিং চার ওভারে দিয়েছেন ৫৩। রবিবার অবশ্য তাঁর জায়গায় দলে আসতে পারেন যশপ্রীত বুমরাহ। রায়পুরে বিশ্রামে ছিলেন তিনি। রোটেশন অনুসারে এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন অর্শদীপ। অক্ষর প্যাটেলের চোট নিয়ে অবশ্য সংশয় রয়েছে। রবিবারও হয়তো তিনি খেলবেন না। ফলে বরুণ চক্রবর্তীর সঙ্গে কুলদীপ যাদব মিডল ওভারে বড় ভূমিকা নিতে পারেন।
নিউজিল্যান্ড এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া। সিরিজে টিকে থাকতে গেলে গুয়াহাটিতে তাদের জিততেই হবে। সে জন্য কৌশলেরও রদবদলের আভাস কিউয়ি শিবিরে। ব্যাটিং অর্ডারে প্রমোশন ঘটতে পারে ড্যারিল মিচেলের। তবে ক্যাচ ফেলাও ভাবাচ্ছে সফরকারী দলকে। আসলে ফিল্ডিংই যে নিউজিল্যান্ডের বড় শক্তি,সেটা ভুলে গেলে চলবে না।এই ফিল্ডিং অনেক সময় পার্থক্য গড়ে দিয়েছে তাদের জন্য।
আজ তৃতীয় টি-টোয়েন্টিতেঃ
ভারত বনাম নিউজিল্যান্ড
গুয়াহাটিতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
সরাসরি জিও হটস্টারে ও স্টার স্পোর্টসে।
সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।








