দুরন্ত শামিতে বোনাস পয়েন্ট পেতে চলেছে বাংলা
নতুন পয়গাম, এম. রহমান, কল্যানী: যতই গম্ভীর, আগরকররা তাঁকে উপেক্ষা করুন, তিনি নাছোড়বান্দা। ঘরোয়া টূর্ণামেন্টে একের পর এক ম্যাচে তিনি বল হাতে জ্বলে উঠছেন, উইকেট তুলছেন মুড়িমুড়কির মতো। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠতে বাংলার দরকার আর দুই উইকেট। কল্যাণীতে সার্ভিসেসকে ফলো-অন করানোর পর তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে আট উইকেট তুলে নিয়েছে লক্ষীরতনের দল।তার মধ্যে শামির একারই ৫ উইকেট।প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে ১৪ বার শামি ইনিংসে পাঁচ উইকেট পেলেন। ম্যাচের শেষ দিন বোনাস পয়েন্ট-সহ জয়ের জন্য বাংলার দরকার ২ উইকেট। ইনিংস হার বাঁচাতে সার্ভিসেসকে করতে হবে আরও ১০৩ রান। এই ম্যাচ বোনাস পয়েন্ট-সহ জিততে পারলে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত শামিদের।
আরও পড়ুন








