নেতাজি জয়ন্তীতে ‘র্যালি এগেনস্ট ড্রাগস’
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: নেশামুক্ত সমাজ গড়তে কালিয়াচকের মোজমপুরে মালদা জেলা পুলিশের নেতৃত্বে একটি সচেতনামূলক মিছিল ও দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। এর মিছিলে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, কালিয়াচক এসডিপিও ফাইজাল রাজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল সচেতনামূলক মিছিল অনুষ্ঠিত হয় তারপর সকলে মিলে উপস্থিত হন মজমপুর ফুটবল ময়দানে। ময়দানের মঞ্চে একে একে বরণ করে নেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, কালিয়াচক এসডিপিও ফাইজাল রাজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনদের। তার পর মাঠে খেলোয়ারদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। তারপর বল মেরে গোল করে খেলার শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকগণ। এ খেলায় কালিয়াচক থানার অন্তর্গত দশটি দল যোগদান করেন। জানা যায়, নেশামুক্ত সমাজ গড়ে তোলা ও মাদক কারবার সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির নির্দেশে একাধিক জনমুখী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারই অঙ্গ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের নিবিড় জনসংযোগ আরও মজবুত করতে কালিয়াচক থানার আইসি সুমন রাই চৌধুরীর সহযোগিতায় মজমপুর ফুটবল মাঠে আয়োজন করা হয়েছে বিশেষ ক্রীড়া ও সচেতনতা কর্মসূচি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ২৩ জানুয়ারি ২০২৬ মজমপুর অনুষ্ঠিত হয় “র্যালি এগেনস্ট ড্রাগস”। এই র্যালির মাধ্যমে মাদক বিরোধী বার্তা পৌঁছে দেওয়া হয় সর্বস্তরের মানুষের কাছে। একই সঙ্গে ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে “আজাদ হিন্দ” ফুটবল টুর্নামেন্ট, যেখানে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ সমাজকে নেশামুক্ত করার বার্তা আরও জোরালো করবে। এই উদ্যোগ শুধু ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যুবকদের সুস্থ জীবনযাপন ও মাদক থেকে দূরে রাখার এক শক্তিশালী সামাজিক আন্দোলন। মালদা জেলা পুলিশের এই জনসংযোগমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং নেশামুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, আজ ২৩ তারিখ দেশে স্বাধীনতা আনার মহা পথ পরিদর্শক নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন উপলক্ষে মালদা জেলা পুলিশের উদ্যোগে আমরা নেশা মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মজমপুরে একটি সচেতনামূলক মিছিল করলাম। তার সঙ্গে আজকে এবং আগামীকাল কালিয়াচক থানার অন্তর্গত দশটি দলকে দিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট করা হচ্ছে। যার ফলে যুব সমাজ খেলার দিকে উৎসাহিত হয়ে বিপথগামী হবে না।








