সেরা বাঙালি সম্মানে ভূষিত কালিয়াচকের তানিয়া রহমত
নতুন পয়গাম, আবু রাইহান, মালদা: কালিয়াচকের কন্যা তানিয়া রহমত “সেরা বাঙালি” সম্মানে ভূষিত হলেন। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬ উপলক্ষে ২১ জানুয়ারি সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে অনুষ্ঠিত বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলনে তাঁকে এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে মোট কুড়িজন বিশিষ্ট ব্যক্তিত্বকে মেমেন্টো, মানপত্র, স্বর্ণপদক, উত্তরীয় ও মুকুট পরিয়ে সম্মানিত করা হয়। সম্মাননা প্রদান করেন বিশিষ্ট লেখক পৃথ্বীরাজ সেন, প্রাক্তন বিচারপতি নারায়ণ চন্দ্র শীল, লালন গবেষক বরুণ চক্রবর্তী-সহ অন্যান্য গুণীজনেরা। একজন প্রাথমিক শিক্ষিকা হয়েও নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তানিয়া রহমত আজ রাজ্য ও দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও পরিচিত মুখ। সাহিত্য, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান ইতিমধ্যেই বহু স্বীকৃতি পেয়েছে। কলকাতার একটি খ্যাতনামা সাহিত্য সংস্থা আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে তাঁর জীবনীমূলক বই প্রকাশ করতে চলেছে। পরিবারের সদস্যরাও কৃতিত্বে উজ্জ্বল। স্বামী ডা. হাজেরুল ইবকার কবি হিসেবে সম্মানিত, কন্যারা আন্তর্জাতিক স্তরে গবেষণায় স্বীকৃত। সমাজসেবায় নিবেদিত এই পরিবার আগামী ৩১ জানুয়ারি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আদর্শ পিতা-মাতা সম্মান পেতে চলেছে। তানিয়া রহমতের এই সাফল্যে গর্বিত কালিয়াচক-সহ সমগ্র মালদা জেলা।








