টার্গেট পয়েন্ট স্কুলের পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের মহাসমারোহে বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, মালদহ: আসন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে টার্গেট পয়েন্ট স্কুলের উদ্যোগে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ের পাশাপাশি চলে নবীন বরণ অনুষ্ঠানও। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি করা, তাদের উৎসাহ জোগানো এবং পরীক্ষার পূর্বমুহূর্তে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া। অনুষ্ঠানের সূচনাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির হোসেন তাঁর বক্তব্যে বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ছাত্রজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও এটিই জীবনের শেষ লক্ষ্য নয়। সাফল্য ও ব্যর্থতা জীবনের স্বাভাবিক অংশ আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধকে সঙ্গী করে এগিয়ে চললেই ভবিষ্যতে সাফল্য নিশ্চিত হবে। তিনি পরীক্ষার্থীদের মানসিক চাপ এড়িয়ে শান্ত ও সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার পরামর্শ দেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের বক্তব্যে নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং শারীরিক ও মানসিক সুস্থতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং একজন দায়িত্ববান, মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হয়ে ওঠাই প্রকৃত শিক্ষা। অভিভাবকদের উদ্দেশেও আহ্বান জানানো হয় যেন তাঁরা এই সময়টিতে সন্তানদের পাশে থেকে মানসিক সমর্থন জোগান। এছাড়াও আমাদের প্রতিষ্ঠান বরাবর ভালো রেজাল্ট করেছে এবারেও আমরা আশাবাদী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যতম কর্ণধর কুরবান সেখ, মোস্তাহেদ হক, হায়দার আলী, ইলিয়াস আলী, জোহর সেখ সহ সকল শিক্ষক-শিক্ষিকাগণ।
বিদায়ী সংবর্ধনার অংশ হিসেবে পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক, কলম ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। এতে পরীক্ষার্থীদের মুখে আনন্দ ও আবেগের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। অনেক ছাত্রছাত্রী তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিদ্যালয়ে কাটানো স্মরণীয় দিনগুলোর কথা আবেগভরে স্মরণ করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছাত্রছাত্রীদের পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও শিক্ষামূলক নাট্যাংশ উপস্থাপিত হয়। অনুপ্রেরণামূলক গান ও কবিতার পরিবেশনা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো পরিবেশকে আনন্দ, সৌহার্দ্য ও আবেগে ভরিয়ে তোলে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রাখার আহ্বান জানান। সমবেতভাবে পরীক্ষার্থীদের সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষা, সংস্কৃতি ও শৃঙ্খলার সমন্বয় ঘটিয়েই টার্গেট পয়েন্ট স্কুল এগিয়ে চলেছে। এমন বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরীক্ষার্থীদের জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস নিয়ে তারা পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগী হবে এমনটাই সকলের আশা।








