লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে মানুষকে হয়রানির প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টির মিছিল
নতুন পয়গাম, নদীয়া: এসআইআর এর লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে নাগরিকদের হয়রানির প্রতিবাদে এবং ভোটাধিকার সুরক্ষার দাবিতে পদযাত্রা ও পথসভা করল ওয়েলফেয়ার পার্টি। শনিবার নতিডাঙা থেকে থানারপাড়া পর্যন্ত পদযাত্রা করে তারা। পদযাত্রা শেষে থানারপাড়া থানা সংলগ্ন তহ বাজারে পথসভা হয়। পদযাত্রায় অংশ নেয় এলাকায় কয়েক’শ সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের স্বৈরতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে স্লোগান উঠে মিছিলে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন তাদেরকে আবার হেয়ারিংয়ে ছুটতে হচ্ছে? সেই প্রশ্নও তোলেন বক্তারা। এসআইআর প্রক্রিয়া চলাকালীন বহু সংখ্যক বিএলও এবং সাধারণ মানুষের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেন দলটির নদীয়া জেলা সম্পাদক সাহাবুদ্দিন মন্ডল। তিনি আরও প্রশ্ন করেন, যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ-ই ঘটে থাকে তাহলে সেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কেন ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার? কিভাবে তারা এদেশের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিল? তার দায় কে নেবে? হেয়ারিংয়ে খেটে খাওয়া মানুষদের ডকুমেন্টসের হয়রানি রুখতে অবিলম্বে রাজ্য সরকারের দুয়ারে সরকারের মাধ্যমে ডোমিশিয়াল সার্টিফিকেট ইস্যুর দাবিও জানান তিনি।








