BREAKING:
টার্গেট পয়েন্ট স্কুলের পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের মহাসমারোহে বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নেতাজী জয়ন্তীতে ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে মানুষকে হয়রানির প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টির মিছিল রায়পুরে ঈশান ঝড় আর সূর্যের তেজে ছারখার নিউজিল্যান্ড হেয়ারিং হয়রানির প্রতিবাদে জাতীয় পতাকা হাতে রেল লাইনে শুয়ে রেল অবরোধ  মালদা জেলা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা: জয়ের আবহে নামল পর্দা এই প্রথম বৈঠকে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা ‘জিরামজি’ বাতিল করে ‘মনরেগা’ ফেরাতে কেন্দ্রকে রাহুল-খাড়গের চ্যালেঞ্জ আজ লজিকাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড তালিকা প্রকাশ ২৬ কোটি ডলার বকেয়া, হু ছাড়ল আমেরিকা মটরশুঁটির উপকারিতা পৃথিবীর শেষ প্রান্তের গ্রাম অনন্য কথাকার সৈয়দ রেজাউল করিম প্রাক্তন গোয়েন্দাকর্তা লিখেছেন ৭০টি বই নেতাজির ১২৯তম জন্মবার্ষিকীতে আমতায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ইন্দাস থানার বড় সাফল্য: ৮০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার এক নেতাজী জন্মজয়ন্তীতে ইন্দাসে পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ: নতুন পয়গামে ৮৬ লক্ষ টাকায় পাকা রাস্তা নির্মাণে খুশি গ্রামবাসী জামালপুরে মহাসমারোহে পালিত হলো বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে সুভাষগ্রামে নেতাজির জন্মদিবসে পরাক্রম দিবস উদযাপন বন্ধ ডাইমেনশন কারখানা পুনরায় চালুর উদ্যোগে শ্রমিক নেতা মহম্মদ ওয়েস রেলের বৈঠকে জয়নগর লোকাল-সহ একাধিক দাবি তুললেন বিধায়ক বিশ্বনাথ দাস সাগরদিঘীতে লহাজেলা ক্যানেলের উপর নতুন সেতুর শিলান্যাস, খুশি এলাকাবাসী রাজারামপুর উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আশা কর্মীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে জয়নগরে ধিক্কার দিবস পালন এসআইআর-এর বিরুদ্ধে খণ্ডঘোষে মিছিল ও পথসভা এসআইআর ভোগান্তির প্রতিবাদে রাজনগর ব্লক অফিসে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির ডেপুটেশন পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের কাজ খতিয়ে দেখতে লাভপুরে বিধায়ক অভিজিৎ সিনহার সরেজমিন পরিদর্শন এসআইআর সংক্রান্ত হয়রানির অভিযোগে কালিয়াচক-১ ব্লক বিডিও অফিসে কংগ্রেসের ডেপুটেশন লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল সাড়ে চার বছরের এক শিশুর। ঘটনায় উত্তেজনা! বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহে স্কলার্স অ্যাকাডেমির ২০ বছরের গৌরবময় পথচলা প্রত্যয় সাহিত্য পরিষদের সাহিত্য সভা ও সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত ইন্দপুরে পাশাপাশি দুই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য ওন্দায় বিজেপি নেতার দোকান ও বাড়িতে হামলার অভিযোগ, পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার দাবি এসআইআর নিয়ে কবিতার বই লিখলেন মুখ্যমন্ত্রী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মমতা এসআইআর: মানুষের হয়রানিতে প্রশ্নবিদ্ধ কমিশনের নিরপেক্ষতা এক বছরে ২৫ লক্ষাধিক মানুষকে বিতাড়িত করেছেন ট্রাম্প অতিরিক্ত রাত জাগার ক্ষতি অপূরণীয় অভিষেকের ভূয়সী প্রশংসায় মদন মিত্র নন্দীগ্রাম জল্পনায় তুঙ্গে রাজ্য রাজনীতি রাজ্যের শিল্পে ২৫০০ কোটি ঋণে দ্রুত অনুমোদন এডিবি-র অনুদানে মিলল কেন্দ্রের সবুজ সংকেত পার্লামেন্টে চালু হচ্ছে ডিজিটাল হাজিরা দেরিতে এলে কাটা যাবে সাংসদের বেতন কারাগারে প্রেম, দুই কয়েদির বিয়ে গ্রীনল্যান্ডে সবুজ সংকেত কে দিল? যাত্রী নিরাপত্তায় রেলের প্রথম রোবট মুম্বই পুরসভায় বিজেপি ও উদ্ধব জোটের গুঞ্জন, কোণঠাসা একনাথ শিন্ডে নগর জীবন: ভীড়ের মাঝেও একা মানুষ ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজও ভরসার নাম অভিষেক শর্মা সন্তোষ ট্রফিতে আজ উত্তরাখণ্ডের মুখোমুখি বাংলা উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া এই প্রথম দেখল মানুষ ট্রাম্পের এক বছর বাজি ও ডিগবাজি নির্বাচনী ব্যবস্থার উপর গণতন্ত্রের প্রভাব রুশ তেল কেনা বন্ধ করেছে ভারত, দাবি আমেরিকার কাশ্মীরে সাংবাদিকদের পুলিশি তলব ও হলফনামায় বাধ্য করার অভিযোগ লম্ফঝম্পই সার, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছে বাংলাদেশ রঞ্জিতে আজ আবার নামছে বাংলা, ঘরোয়া ক্রিকেটে আজ দেখা যাবে গিল, জাদেজাদেরও সন্তোষ ট্রফি, চ্যাম্পিয়নের মতোই শুরু বাংলার অভিষেকের ব্যাটে উড়ে গেল নিউজিল্যান্ড রাজারহাটে শিশু-কিশোর উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত কলকাতার রঙ আজ বেগুনি, প্রশ্ন ন্যায্যতার কাবিলপুর হাই স্কুলে ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৫ দিনের মধ্যেই ফেটে চৌচির ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর রাস্তা, দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য সোনামুখীতে দাবি আদায়ে রাজ্যজুড়ে আশা কর্মীদের আন্দোলন, ইন্দাস থানার সামনে পথ অবরোধ অনলাইন লেনদেন অ্যাপের কর্মীদের বিরুদ্ধে টাকা জালিয়াতির অভিযোগ, চুঁচুড়ায় তীব্র চাঞ্চল্য এসআইআর-এর চাপেই মৃত্যু? বড়ঞায় পঞ্চায়েত সদস্যের প্রয়াণে চাঞ্চল্য বড়জোড়া চৌমাথা মোড়ে আশা কর্মীদের বিক্ষোভ চারদিন পর সুন্দরবনের নদী থেকে উদ্ধার নিখোঁজ পর্যটকের দেহ কর্মরত মায়েদের জন্য ডে-কেয়ার: অধিকার নাকি বিলাসিতা? এসআইআর: সুপ্রিম-পর্যবেক্ষণ স্পষ্ট, ভোটার তালিকা খেয়ালখুশির বিষয় নয় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে জেলাশাসকের কাছে স্মারকলিপি তৃণমূলের বসিরহাটে এস আই আর ‘হেয়ারিং’-এর নামে চরম হয়রানি সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় জয়নগরের মেয়েদের উজ্জ্বল সাফল্য সাম্রাজ্যবাদ, সমাজতন্ত্র ও আজকের বিশ্ব সুপ্রিম-নির্দেশে বাড়ছে ভোটার তালিকা সংশোধনের সময় বসিরহাট মালিতিপুর হাই স্কুল-এ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আইএসএফ ও আশাকর্মীদের কর্মসূচি ‘মিছিল নগরী’তে চাক্কাজ্যামে চরম দুর্ভোগ ইসলামপুরে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে বাংলা পক্ষের স্মারকলিপি আল্লাহতায়ালা করুণাময়, ক্ষমাশীল চকতাজপুর গার্লস মাদ্রাসায় নবী দিবস রাজনগরের লাউজোড় উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন, বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা পিছিয়েপড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর ড. ইসমাইল বারাণসীর পবিত্র ঘাটে বুলডোজার, কাঠগড়ায় বিজেপি পৃথিবীর শেষ শহর ইন্দো-ইউরোপ ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ইঙ্গিত রাস্তায়, জলে, দুর্নীতিতে মরছে মানুষ নয়ডা কাণ্ডে বিজেপিকে তুলোধনা রাহুল গান্ধীর নাগপুরে আজ সম্মান পুনরুদ্ধারে নামছে টিম ইন্ডিয়া শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক ওকস্ এসআইআর: কোচবিহারে জমিয়তে উলামার ডেপুটেশন রায়গঞ্জে আইন সচেতনতা কর্মসূচি: নাটক, বিশেষজ্ঞ বক্তৃতা ও আউটরিচ কার্যক্রমে জোর এসআইআর হিয়ারিং-এর নামে হয়রানির অভিযোগে খণ্ডঘোষে সিপিআইএমের মিছিল জয়নগরে বিডিওদের কাছে বিএলওদের অব্যাহতির আবেদন ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ, ইন্দাস বিডিও অফিস ঘেরাও এক বিদ্যালয়ে ছাত্রী ছয়জন, শিক্ষিকা তিনজন ইসলামপুরে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে বাংলা পক্ষের স্মারকলিপি মালদায় আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতার সূচনা; অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন কালিয়াচক কলেজ পড়লে পড়ো, না হয় গাছে চড়ো ক্ষুদ্র শিল্পের প্রসারে কেন্দ্রকে কাউন্সিল গড়ার প্রস্তাব হাটজনবাজার ওভারব্রিজ ঘিরে বিতর্ক, রাজনৈতিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের উপস্থিতি ও উদ্বোধনের আগেই যান চলাচলের অভিযোগ এসআইআর আতঙ্কে আবারও প্রাণহানি, রামপুরহাটে আত্মঘাতী যুবক স্ত্রীকে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নোটিস, করিমপুরে আতঙ্কে আত্মঘাতী গৃহ শিক্ষক, নির্বাচন কমিশনকেই দায়ী করল পরিবার বাংলাদেশকে ‘ডেডলাইন’ আইসিসির ডব্লুপিএল: ৫ ম্যাচে ৫ জয়, প্লে অপে বেঙ্গালুরু

মালদা জেলা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা: জয়ের আবহে নামল পর্দা

প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, রাত ৯:৩৬ | আপডেট: ২৪ জানুয়ারী ২০২৬, রাত ৯:৩৬

নতুন পয়গাম, মালদা: খেলাধুলার প্রাণবন্ত পরিবেশ ও প্রতিযোগিতার উত্তেজনায় পর্দা নামল মালদা জেলার তিনদিনব্যাপী ‘ইন্টার-কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬’ (জেলা স্তর)। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর ও ডিরেক্টরেট অব পাবলিক ইনস্ট্রাকশনের পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় আয়োজিত এই প্রতিযোগিতা ১৯ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি সফলভাবে সমাপ্ত হয়। মোজামপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত টানা তিনদিনের এই ক্রীড়া আসর আবারও প্রমাণ করল— খেলাধুলা শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ, যা ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, দলগত মনোভাব, নেতৃত্বগুণ ও নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলে। কালিয়াচক কলেজ, সুলতানগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে মালদা জেলার মোট ১১টি কলেজ অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কলেজের অধ্যক্ষ ড. নজীবর রহমান। উপস্থিত ছিলেন ড. অচিন্ত ব্যানার্জি (প্রফেসর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও আয়োজক কলেজের গভর্নিং বডির সদস্য), ভাষাবিদ ড. সাদিক আলি (গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক) এবং গভর্নিং বডির সদস্য সামিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন:

সোমবার অধ্যক্ষ ড. নজীবর রহমানের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। এরপর এনসিসি ও খেলোয়াড়দের মার্চপাস্ট এবং ফ্লেম রিলে উদ্বোধনী আয়োজনকে উৎসবমুখর করে তোলে। প্রতিটি ইভেন্ট ও ম্যাচে শৃঙ্খলা ও ফেয়ার প্লে বজায় থাকায় প্রতিযোগিতাগুলি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অ্যাথলেটিক্স বিভাগে ছেলেদের বিভাগে কালিয়াচক কলেজ এবং মেয়েদের বিভাগে মানিকচক কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল ছাত্রদের ফুটবল ও ছাত্রীদের খোখো প্রতিযোগিতা। ফুটবলে আটটি দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে কালিয়াচক কলেজ, গৌড় মহাবিদ্যালয়, মানিকচক কলেজ ও পাকুয়াহাট ডিগ্রি কলেজ সেমিফাইনালে জায়গা করে নেয়। খোখো বিভাগে গৌড় মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং আয়োজক কালিয়াচক কলেজ রানার্স-আপ হয়ে প্রশংসা কুড়ায়— যা জেলার কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে খোখো খেলাটির জনপ্রিয়তা ও প্রতিযোগিতামূলক মানের উন্নতির স্পষ্ট ইঙ্গিত দেয়।

আরও পড়ুন:

ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত লড়াই শেষে পাকুয়াহাট ডিগ্রি কলেজ শিরোপা জয় করে এবং গৌড় মহাবিদ্যালয় কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর রানার্স-আপ হয়। ২১ জানুয়ারির সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়, কোচ ও বিভিন্ন কলেজের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজয়ী ও ফাইনালিস্ট দলগুলিকে সংবর্ধনা জানানো হয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অশীষ ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাকুয়াহাট ডিগ্রি কলেজের হাতে ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। সমাপনী বক্তব্যে তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা ও প্রতিযোগিতামনস্কতার প্রশংসা করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরে জেলার কলেজগুলিকে আরও শক্তিশালী ক্রীড়া-সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন:

ফুটবলের রানার্স-আপ ট্রফি গৌড় মহাবিদ্যালয়ের হাতে তুলে দেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ প্রফেসর নজীবর রহমান। তিনি অংশগ্রহণকারী সব কলেজকে ধন্যবাদ জানান এবং আয়োজন সফল করতে শিক্ষক-অশিক্ষক কর্মী, এনসিসি/এনএসএস স্বেচ্ছাসেবক ও কলেজের গভর্নিং বডির সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। পাশাপাশি সরকারি পর্যবেক্ষক ড. এম.ডি. আলাউদ্দিন শাইখের তত্ত্বাবধান ও ভূমিকার কথাও স্মরণ করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়ায় প্রতিযোগিতার তীব্রতা ও ইতিবাচক পরিবেশের প্রতিফলন স্পষ্ট। পাকুয়াহাট ডিগ্রি কলেজের ফুটবল দলের সদস্যরা জানান, ফাইনাল ম্যাচ ছিল স্ট্যামিনা ও সমন্বয়ের কঠিন পরীক্ষা—শৃঙ্খলাবদ্ধ অনুশীলন ও টিমওয়ার্কই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। অন্যদিকে ফুটবলে রানার্স-আপ ও খোখোতে চ্যাম্পিয়ন হওয়া গৌড় মহাবিদ্যালয়ের খেলোয়াড়রা বলেন, এই টুর্নামেন্ট তাদের মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে এবং আন্তঃকলেজ সৌহার্দ্য আরও দৃঢ় করেছে। অনেক অংশগ্রহণকারীই মত দেন, জেলা স্তরের এ ধরনের প্রতিযোগিতা আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনে সহায়ক এবং ভবিষ্যতে উচ্চতর স্তরের প্রতিযোগিতার জন্য তরুণ ক্রীড়াবিদদের একটি শক্ত ভিত তৈরি করে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder