অভিষেকের ভূয়সী প্রশংসায় মদন মিত্র নন্দীগ্রাম জল্পনায় তুঙ্গে রাজ্য রাজনীতি
নতুন পয়গাম, কলকাতা: বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সেই আবহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিষেককে তিনি তুলনা করলেন ‘আলেকজান্ডার’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এর সঙ্গে। মদনের দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর উইকেট ফেলতে সবচেয়ে কার্যকর অস্ত্র অভিষেকই।
এক বেসরকারি নিউজ চ্যানেলে মদন বলেন, “শুভেন্দুকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন নেই। সেনাপতি অভিষেকই যথেষ্ট। এবার অভিষেকই শুভেন্দুর উইকেট ফেলবে।” তাঁর দাবি, নন্দীগ্রামে অভিষেকের উদ্যোগে হওয়া সেবাশ্রয় কর্মসূচিই হবে ভোটের ‘গেম চেঞ্জার’। মদনের বক্তব্য অনুযায়ী, ‘নবজোয়ার অভিযান’-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল সম্পূর্ণ বদলে গিয়েছে। তিনি বলেন, “আলেকজান্ডারের মতো ম্যাপিং করেছে অভিষেক। উত্তর ও দক্ষিণবঙ্গ সমানভাবে সামলাচ্ছে। একটা জায়গাও বাদ যাচ্ছে না।” তাঁর কথায়, অভিষেক অক্লান্ত পরিশ্রম করছেন এবং প্রতিটি অঞ্চলের রাজনৈতিক সমীকরণ গভীরভাবে বিশ্লেষণ করে এগোচ্ছেন।
তবে অভিষেক আদৌ নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন কি না, সে প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে মদন মিত্র বলেন, “শুভেন্দুর উইকেট ফেলতে অস্ত্র অভিষেক। ব্রহ্মাস্ত্রের মতো অভিষেক-অস্ত্র।” প্রসঙ্গত, একসময় আইপ্যাক ও অভিষেকের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মদন। সে প্রসঙ্গ টেনে এদিন বলেন, “প্যাক ছাড়াই আমরা উপনির্বাচন জিতেছি। মিটিং-মিছিল করেছি।” তবে ভোটের মুখে তাঁর বক্তব্যে স্পষ্ট, অভিষেককে ঘিরেই এখন তৃণমূলের আক্রমণাত্মক রণকৌশল।
অন্যদিকে, বিজেপির তরফে পালটা জবাবে সজল ঘোষের কটাক্ষ, “নন্দীগ্রামকে পাখির চোখ করেছে ভাল কথা। যেখানে মমতা জিততে পারেননি, সেখানে তাঁর ছানাপোনারা জিততে পারে কি না, চেষ্টা করে দেখুক।” একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ঠিক থাকলে সেবাশ্রয়ের প্রয়োজন কেন। নন্দীগ্রাম ঘিরে এই রাজনৈতিক চাপান-উতোরে স্পষ্ট, ভোটের আগে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠছে নন্দীগ্রাম।








