রাজ্যের শিল্পে ২৫০০ কোটি ঋণে দ্রুত অনুমোদন এডিবি-র অনুদানে মিলল কেন্দ্রের সবুজ সংকেত
নতুন পয়গাম, কলকাতা: রাজ্যের শিল্পায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। আড়াই হাজার কোটি টাকার সহযোগিতা করবে এডিবি। তবে সহজ শর্তে এই সহযোগিতা পেতে প্রয়োজন লাগে কেন্দ্রের অনুমোদন বা ছাড়পত্র। সম্প্রতি সেই কেন্দ্রীয় সবুজ সংকেত মেলায় মার্চের মধ্যেই রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়নে এই টাকা পাওয়া যাবে বলে আশাবাদী প্রশাসনিক মহল। বিনিয়োগ টানতে ইতিমধ্যেই রাজ্যে গড়ে উঠছে ছয়টি ইন্ডাস্ট্রিয়াল করিডর।
শিল্প সম্মেলন থেকে একাধিক বণিক সভার সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই স্বপ্নের প্রকল্পের কথা জোর দিয়ে বলেছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২২ হাজার একর জমিতে শিল্পকাঠামো গড়ে তোলা হবে। রাজ্যে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য এই পরিকাঠামোর উপরেই নির্ভর করছে। এ থেকে রাজ্যে প্রচুর কর্মসংস্থান সৃষ্টিরও সম্ভাবনা থাকছে।
ছয়টি ইন্ডাস্ট্রিয়াল করিডর প্রকল্প হল রঘুনাথপুর-তাজপুর, ডানকুনি-ঝাড়গ্রাম, ডানকুনি-কল্যাণী, খড়্গপুর-মোড়গ্রাম, ডানকুনি-কোচবিহার। এক্ষেত্রে জাতীয় সড়কের পাশে শিল্পের জন্য পরিকাঠামো গড়ে তোলা হবে, যাতে লগ্নিকারীরা সহজেই এই করিডরগুলিতে শিল্পস্থাপন করতে পারেন। এজন্য জাতীয় সড়ক থেকে প্রস্তাবিত শিল্পের জমি পর্যন্ত রাস্তা তৈরি, বিদ্যুতের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, নিকাশি ব্যবস্থা, কমন ফেসিলিটি সেন্টার এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলা হবে। রাজ্য এডিবি-র এই ঋণ পেতে কেন্দ্রীয় ছাড়পত্রের অপেক্ষায় ছিল আট মাসেরও বেশি।








