‘জিরামজি’ বাতিল করে ‘মনরেগা’ ফেরাতে কেন্দ্রকে রাহুল-খাড়গের চ্যালেঞ্জ
নতুন পয়গাম, নয়াদিল্লি: ‘মনরেগা বাঁচাও’ আন্দোলনে মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে রাহুল গান্ধী বললেন, ‘কৃষকদের আপসহীন লাগাতার আন্দোলন ও দাবিতে যেভাবে তিন কালা কানুন বাতিল করতে বাধ্য হয়েছিলেন মোদিজি, একইভাবে মনরেগা বা একশ দিনের কাজের আইনও বাতিল করিয়ে ছাড়ব। তার জন্য কংগ্রেস একা চেঁচালে হবে না। গরিব মেহনতি শ্রমিক, মজুরদেরও একজোট হতে হবে।’
রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার দুজনেই মাথায় গামছা বেঁধে কাঁধে তুলে নেন গাঁইতি। খাড়গে বলেন, ‘শুধু স্লোগানে কিছু হবে না। রাস্তায় নেমে প্রতিবাদে সরব হতে হবে। তবেই আইন বাতিল করতে বাধ্য হবে মোদি সরকার।’ অন্যদিকে কংগ্রেস নেতাদের দাবি উড়িয়ে কোনো পরিস্থিতিতে আইন বাতিল হবে না বলে পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কর্ণাটকে এক জনসভায় তিনি দাবি করেন, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। এখন নতুন আইনের বিরোধিতা করে মানুষকে ভুল বোঝাচ্ছে।
চৌহান বলেন, কারো কাজ কমবে না। অধিকারও কাড়া হচ্ছে না। নতুন আইনে কোথায় কী কাজ হবে, তা ঠিক করবে পঞ্চায়েত, রাজ্য সরকার নয়। আসন্ন বাজেটে বরাদ্দ হবে ১ লক্ষ ৫১ হাজার ২৮২ কোটি টাকা। ফলে কংগ্রেসের কথায় কান দেবেন না। মোদি সরকারের বিকশিত ভারতের দিকে নজর দিন। কংগ্রেস জুমলা রাজনীতি করছে।








