আজ লজিকাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড তালিকা প্রকাশ
নতুন পয়গাম, কলকাতা: দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আজ শনিবার প্রকাশিত হবে ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ ও আনম্যাপড ভোটার তালিকা। এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। সেসব মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, যেসব ভোটারের নথিতে বয়স, ঠিকানা বা অন্যান্য তথ্যগত অসংগতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, তাদের তালিকা প্রকাশ করে শুনানির সুযোগ দিতে হবে। পাশাপাশি যেসব ভোটারের নাম কোনও নির্দিষ্ট বুথ বা বিধানসভার সঙ্গে সঠিকভাবে ম্যাপ করা হয়নি বা ‘আনম্যাপড’ করা হয়েছে, তাঁদের ক্ষেত্রেও স্পষ্ট নির্দেশিকা জারির কথা বলেছে সর্বোচ্চ আদালত।
সূত্রের খবর, তালিকায় ভোটারের নামে বা নথিতে কী ধরনের অসংগতি রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, যাতে সংশ্লিষ্ট ভোটার শুনানির সময় প্রয়োজনীয় যথাযথ নথি পেশ করে আত্মপক্ষ সমর্থনের সুযেগা পায় এবং নিজের দাবি প্রমাণ করতে পারেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র বা সরকারি পরিচয়পত্র, কোন কোন নথি গ্রহণযোগ্য হবে, তাও আগেই জানিয়ে দেওয়া হচ্ছে।
কমিশনের দাবি, আনম্যাপড ভোটারদের ক্ষেত্রেও তাদের অবস্থান স্পষ্ট। তবে অনেক ক্ষেত্রে পুরনো ঠিকানা, ওয়ার্ড বিভাজন বা ডিলিমিটেশনের দরুণ প্রশাসনিক সীমা পরিবর্তনের কারণে সমস্যা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত তালিকার ভিত্তিতেই ভোটারদের শুনানির দিন, স্থান ইত্যাদি জানানো হবে। কমিশনের দাবি, এই প্রক্রিয়ার লক্ষ্য কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া নয়; ভুলত্রুটি সংশোধন করা। সুপ্রিম কোর্টও নির্দেশে জানিয়েছে, বৈধ ভোটারের গণতান্ত্রিক অধিকার যেন কোনভাবেই খর্ব না হয়। সেটা সুনিশ্চিত করতে কমিশনকে যথার্থ পদক্ষেপ করতে হবে।








