পার্লামেন্টে চালু হচ্ছে ডিজিটাল হাজিরা দেরিতে এলে কাটা যাবে সাংসদের বেতন
নতুন পয়গাম, নয়াদিল্লি: আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে নিয়মবিধিতে বদল আনছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে সাংসদদের হাজিরা নথিভুক্ত হবে ডিজিটালি। সংসদ ভবনে প্রবেশের পর সাংসদরা নিজের আসনে বসলে তবেই হাজিরা নথিভুক্ত হবে। কোনও সাংসদ দেরি করে এলে সেদিন আর হাজিরা নথিভুক্ত হবে না। সেই সঙ্গে কোপ পড়বে বেতন-ভাতাতেও। এ খবর জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, আসন্ন বাজেট অধিবেশন থেকেই চালু হবে নতুন এই নিয়ম। এতদিন সংসদের বাইরে থাকা রেজিস্টার হাজিরা খাতায় সই করে অধিবেশন কক্ষে প্রবেশ করতেন সাংসদেরা। অনেক সময় সাংসদরা সই করেই চলে যেতেন, মূল সংসদ কক্ষে প্রবেশ করতেন না। পরে অন্যান্য কাজকর্ম মিটিয়ে বেলার দিকে আসতেন। এবার থেকে সেই নিয়ম বদলাচ্ছে।
এছাড়া বিরোধীদের হট্টগোলের জেরে সংসদ মুলতুবি হলে সেক্ষেত্রে সেদিনের উপস্থিতি নথিভুক্ত করা হবে না। সাংসদদের দৈনিক ভাতা ও বেতনে তার প্রভাব পড়বে। এমনকী সংসদে বক্তৃতা অনুবাদও নির্ভুল করতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে প্রযুক্তিগত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এতে সাংসদদের বক্তৃতার অনুবাদ ৮০ শতাংশ পর্যন্ত নির্ভুল হবে। আরো চেষ্টা চলছে, যাতে ১০০ শতাংশ নির্ভুল অনুবাদ করা যায়। এআই দিয়ে মাত্র আধ ঘন্টায় এটা করা সম্ভব।
উল্লেখ্য, সম্প্রতি স্পিকার ওম বিড়লা বলেছিলেন, গত ৬-৭ বছর পার্লামেন্ট ও সচিবালয়ে কর্মী নিয়োগ সেভাবে হয়নি। যেটুকু হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই শূন্যস্থান পূরণে এআই ব্যবহার করা হবে। এবার কর্মচারীর পাশাপাশি সাংসদদের হাজিরা এবং বেতনেও পড়ল এআই-কোপ।








