২৬ কোটি ডলার বকেয়া, হু ছাড়ল আমেরিকা
নতুন পয়গাম: ২৬ কোটি ডলার বকেয়া রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করল ট্রাম্পের আমেরিকা। বৃহস্পতিবার হু থেকে সদস্যপদ প্রত্যাহার কার্যকর হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা ও বৈশ্বিক জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এই সিদ্ধান্তকে আমেরিকার নিজস্ব আইনের লঙ্ঘন বলেও আখ্যা দেওয়া হচ্ছে।
গতবছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনই এক নির্বাহী আদেশে হু ছাড়ার নোটিশ দেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার আইনে কোনো আন্তর্জাতিক সংস্থা ছাড়ার আগে এক বছরের আগাম নোটিশ দেওয়া এবং বকেয়া সব চাঁদা পরিশোধ করার কথা বলা আছে। কিন্তু হু জানিয়েছে, আমেরিকা এখনো ২০২৪-২৫ সালের প্রায় ২৬০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেনি।
ওয়াশিংটন প্রশাসন জানিয়েছে, কোভিডকালে বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থতার কারণে হু আমেরিকাকে বিপুল আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। আমেরিকা হু’কে যথেষ্ট অর্থ দিয়েছে। ভবিষ্যতে আর কোনো অনুদান, তহবিল, সহায়তা স্থগিত করার ক্ষমতা প্রেসিডেন্ট প্রয়োগ করেছেন।
হু-র সেক্রেটারি জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, ‘আমেরিকার সরে যাওয়া দেশটির জন্য যেমন ক্ষতি, তেমনি পুরো বিশ্বের জন্যও ক্ষতি। আশা করছি, আমেরিকা তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আবারও হু-তে ফিরবে।’
এদিকে বকেয়া পরিশোধ না করে সংস্থা ছাড়ার সিদ্ধান্ত আইনের লঙ্ঘন বলে অভিমত বিশেষজ্ঞদের। হু-র মোট তহবিলের প্রায় ১৮ শতাংশ এত দিন আমেরিকা সরকার দিত। ফলে সংস্থাটির কাজের পরিধি অনেকটা কমে যাবে এবং বছরের মাঝামাঝি নাগাদ প্রায় এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








