কারাগারে প্রেম, দুই কয়েদির বিয়ে
নতুন পয়গাম, আলওয়ার: রাজস্থানে জেলবন্দি অবস্থায় শুরু হওয়া এক চাঞ্চল্যকর প্রেমের গল্প অবশেষে পরিণয়ে রূপ নিল। আদালতের বিশেষ অনুমতিতে শুক্রবার আলওয়ার জেলার বারোদামেভ এলাকায় বিয়ের পিঁড়িতে বসল খুনের মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি প্রেমিকা প্রিয়া শেঠ এবং প্রেমিক হনুমান প্রসাদ।
রাজস্থান হাইকোর্ট এই যুগলকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ১৫ দিনের প্যারোল মঞ্জুর করেছে। প্রায় ছয় মাস আগে জয়পুরে বন্দি থাকাকালে তাদের পরিচয় হয় এবং সেই পরিচয়ই পরবর্তী সময়ে প্রণয়ে রূপ নিল।
কনে প্রিয়া শেঠ ২০১৮ সালে টিন্ডারের মাধ্যমে দুষ্যন্ত শর্মা নামে এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং মুক্তিপণ না পেয়ে নির্মমভাবে হত্যার দায়ে দণ্ডিত। অন্যদিকে বর হনুমান প্রসাদ ২০১৭ সালে তার তৎকালীন প্রেমিকার প্ররোচনায় তার স্বামী-সহ চার শিশুসন্তানকে হত্যার মতো জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত হয়।
বিয়ের আনন্দ সাবাড় হবে ১৫ দিন পর প্যারোল শেষ হলে আবার যখন তাদেরকে জেলে ফিরতে হবে।








