চকতাজপুর গার্লস মাদ্রাসায় নবী দিবস
নতুন পয়গাম: হুগলির চকতাজপুরে ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকীয়া গার্ল হাই মাদ্রাসায় ৬০তম বাৎসরিক নবী দিবস পালিত হল বুধবার । ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান টি গড়ে ওঠে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন-এর সভাপতি আবু আফজাল জিন্না, চকতাজপুর হাজি এলাহী বক্স মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুস সামাদ, গার্লস মাদ্রাসার সম্পাদক সেখ শাহনাওয়াজ হোসেন, প্রধান শিক্ষিকা সুকন্যা দত্ত প্রমুখ। ছাত্রীদের গজল, কেরাত, আবৃত্তি ইত্যাদি ইভেন্ট ছিল। সমগ্র প্রোগ্রাম সঞ্চালনা করেন শিক্ষিকা মিঠু রাউত। উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষিকাগণ ও ছাত্রীরা। মানবতার মুক্তির দিশারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীপাক (সা.)-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক ও বিভাগের ওপর আলোচনা করেন উপস্থিত বক্তাগণ। জীবনবিধান কুরআনের আলোকে শিক্ষা প্রসঙ্গে তারা বলেন, পুরুষের পাশাপাশি নারী জাতিকেও শিক্ষায় আগিয়ে আসতে হবে। একটা পরিবারের উন্নতি করতে হলে নারী জাতির শিক্ষা খুবই জরুরি। কারণ, কুরআনে সর্বপ্রথম যে শব্দ এসেছে, তা হল ‘ইকরা’, এর মানে পড়ো। আর কুরআনে বলা হয়েছে, নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষা ও জ্ঞান অর্জন করা ফরয বা আবশ্যিক।








