যাত্রী নিরাপত্তায় রেলের প্রথম রোবট
নতুন পয়গাম, বিশাখাপত্তনম: যাত্রী নিরাপত্তা ও রেল পরিষেবার মান বাড়াতে এই প্রথম বিশাখাপত্তনম স্টেশনে ‘এএসসি অর্জুন’ নামে হিউম্যানয়েড রোবট মোতায়েন করা হল। আরপিএফ-এর আধুনিকীকরণ ও ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ। আরপিএফ-এর আইজি অলোক বোহরা এই রোবট চালু প্রসঙ্গে জানান, এটি ভারতীয় রেলের ইতিহাসে প্রথম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বিশাখাপত্তনমে তৈরি এই রোবটটি গত এক বছর ধরে আরপিএফ দলের নিবিড় তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। এতে রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস এবং রিয়েল-টাইম মনিটরিং সক্ষমতা।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ললিত বোহরা জানিয়েছেন, ‘এএসসি অর্জুন’ স্টেশনের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি যাত্রীদেরও স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এটি প্ল্যাটফর্মে টহল দেওয়ার পাশাপাশি চেহারা শনাক্তকরণ সিস্টেমের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে পারবে। এছাড়া স্টেশনে ভিড়ের ঘনত্ব বিশ্লেষণ এবং ইংরেজি, হিন্দি ও তেলুগু ভাষায় জরুরি ঘোষণা দিতেও এটি সক্ষম। আগুন বা ধোঁয়া শনাক্ত করলে এটি মুহূর্তের মধ্যে সতর্কবার্তা পাঠাতে পারে। কর্তৃপক্ষ মনে করছে, অত্যাধুনিক প্রযুক্তির এই রোবট ব্যবহার রেলওয়েকে আরও বেশি নিরাপদ ও যাত্রী-বান্ধব করে তুলবে।








