মুম্বই পুরসভায় বিজেপি ও উদ্ধব জোটের গুঞ্জন, কোণঠাসা একনাথ শিন্ডে
নতুন পয়গাম, মুম্বাই: এশিয়ার সবচেয়ে ধনী পৌরসভা ‘বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ (বিএমসি)-এর ক্ষমতা দখল নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন নাটকীয় মোড় শুরু হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কোণঠাসা করতে বিজেপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) হাত মেলাতে পারে বলে জোরালো জল্পনা ছড়িয়েছে।
২২৭ আসনের বিএমসি-তে একক বৃহত্তম দল হিসেবে ৮৯টি আসন পেয়েছে বিজেপি। ৬৬টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিবসেনা (ইউবিটি)। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৪টি আসন। বর্তমানে একনাথ শিন্ডের শিবসেনা (২৯ আসন) মেয়রের পদ এবং গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদের জন্য বিজেপির ওপর চাপ সৃষ্টি করছে, যা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে অসন্তুষ্ট করেছে। বিশেষ করে শিন্ডের ‘হোটেল পলিটিক্স’ এবং প্রেশার ট্যাকটিক্স মেনে নিতে পারছে না বিজেপি নেতৃত্ব।
জল্পনার পালে হাওয়া দিয়েছে এমএনএস প্রধান রাজ ঠাকরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ১০০তম জন্মবার্ষিকীতে তিনি রাজনীতিতে ‘নমনীয়’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, রাজ ঠাকরে ফড়নবিস এবং উদ্ধব ঠাকরের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত সাফ জানিয়েছেন, তারা বিজেপির সাথে জোট করার কথা বিবেচনা করতে পারেন, কিন্তু ‘বিশ্বাসঘাতক’ শিন্ডে গোষ্ঠীর সাথে কোনো আপস করবেন না। এমনকি গুঞ্জন রয়েছে যে, ফ্লোর টেস্টের সময় উদ্ধব গোষ্ঠী অনুপস্থিত থেকে পরোক্ষভাবে বিজেপিকে মেয়রের পদ পেতে সাহায্য করতে পারে।
সব মিলিয়ে, একনাথ শিন্ডেকে বাদ দিয়ে মুম্বাইয়ের ক্ষমতা ভাগাভাগিতে বিজেপি, ইউবিটি এবং এমএনএস-এর নতুন সমীকরণ মহারাষ্ট্রের রাজনীতিতে এক বড় ধরনের মোড় নিতে যাচ্ছে।








