হাওড়া থেকে উদ্ধার হওয়া দুই অলিভ রিডলে কচ্ছপ ফিরল সমুদ্রে
নতুন পয়গাম, অতসী মন্ডল, হাওড়া: হাওড়া জেলার নদীতে ভুলবশত চলে আসা দুটি বিপন্ন প্রজাতির অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপকে উদ্ধার করে ফের সমুদ্রে মুক্ত করল হাওড়া বন বিভাগ। পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই উদ্ধার ও পুনর্বাসন অভিযান সম্পন্ন হয়। পরপর তিন দিনের ব্যবধানে আমতার ভাটোরা এবং কাশমলি এলাকা থেকে দুটি বিশালাকার অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেন বিশিষ্ট পরিবেশকর্মী সৌরভ মন্ডল এবং ‘জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরে হাওড়া বন বিভাগের উদ্যোগে কচ্ছপ দুটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যেহেতু অলিভ রিডলে কচ্ছপ মূলত গভীর সমুদ্রের প্রাণী এবং মিষ্টি জলে এদের টিকে থাকতে সমস্যা হয়, তাই দ্রুত পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাওড়া বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস ও রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জীর তত্ত্বাবধানে কচ্ছপ দুটিকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেঞ্জের অন্তর্গত বঙ্গোপসাগরের নির্জন সমুদ্রতটে পর্যায়ক্রমে মুক্ত করে দেওয়া হয়।
দুদিন আগে প্রথম কচ্ছপটি এবং রবিবার দ্বিতীয় কচ্ছপটি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। এই অভিযানে হাওড়া বন বিভাগের টিমের সঙ্গে উপস্থিত ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক। তিনি জানান, জানুয়ারি থেকে মার্চ মাস অলিভ রিডলে কচ্ছপের ডিম পাড়ার মরসুম। নোনা জলের প্রাণী হওয়ায় মিষ্টি জলে এদের শারীরিক সমস্যা দেখা দেয়। স্বেচ্ছাসেবী সংগঠন ও বন বিভাগের দ্রুত ও মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।








