রাজারামপুর উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নতুন পয়গাম, রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: রাজারামপুর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট যেমন-বিভিন্ন দৌড় প্রতিযোগিতা, বস্তা দৌড়, স্লো সাইকেল রেস, মিউজিকাল চেয়ার, লং জাম্প, হাই জাম্প, মোরগ লড়াই সহ একাধিক খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সূচনা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন পাইকপাড়া অঞ্চলের প্রধান আব্দুস সামাদ মণ্ডল। তাঁকে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক বিশ্বাস এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বাবর শেখ মহাশয়।
ক্রীড়া প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে মঞ্চস্থ হয় কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা মনোগ্রাহী সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণ উৎসব। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয় চত্বর আনন্দমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের শিক্ষক নাইমুল হক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর ২০২৬ শিক্ষাবর্ষে নবভর্তি ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় নবীনবরণ উৎসব। অভিনব ও আন্তরিক আয়োজনে শালপাতার ঠোঙায় ফুল, চকলেট ও কলম দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয় এবং প্রত্যেকের হাতে রাখি পরানো হয়।
এরপর একে একে মঞ্চস্থ হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা। এই পরিবেশনাগুলিতে শিক্ষার্থীদের সহযোগিতা করেন সুজন সরকার, বৈশাখী চক্রবর্তী, সুরোজ মজুমদার প্রমুখ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। চিরাচরিত অনুষ্ঠানের পাশাপাশি এ বছর একটি প্রশংসনীয় নতুন উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মপ্রকল্পের অংশ হিসেবে ‘প্লাস্টিক মুক্ত পৃথিবী’ গড়ার লক্ষ্যে সম্পূর্ণ দেশীয় সামগ্রী ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে শিশুদের খেলনা তৈরির প্রদর্শনী আয়োজন করা হয়, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি ও অভিভাবকরা।








