এক বছরে ২৫ লক্ষাধিক মানুষকে বিতাড়িত করেছেন ট্রাম্প
নতুন পয়গাম: অভিবাসন নীতির কারণে গত এক বছরে ২৫ লাখেরও বেশি মানুষকে বিতাড়িত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, গত এক বছরে অন্তত ৬ লাখ ৫ হাজার মানুষকে আমেরিকা থেকে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।পাশাপাশি আরও প্রায় ১৯ লাখ মানুষ ট্রাম্পের কঠোর অভিবাসীন নীতির কারণে আমেরিকা ছেড়ে চলে গেছে, যাকে বলা হচ্ছে ‘ভলান্টারি সেলফ-ডিপোর্টেশন’। এছাড়া গত এক বছরে মার্কিন মুলুকে বসবাসরত প্রায় ১৬ লাখ মানুষ তাদের বৈধ অভিবাসন স্ট্যাটাস হারিয়েছে।
এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অন্তত ৬৬ হাজার ৮৮৬ জনকে আটক করেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন দেশজুড়ে প্রায় ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ গত সপ্তাহে অভিবাসন বিষয়ে নতুন করে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তাতে জানানো হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত বা নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকীতে সোমবার থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা বলেন, ট্রাম্প প্রশাসন অমানবিকভাবে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়ন করেছে। এটা মৌলিক মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসীদের বহিষ্কার করে স্বদেশী ভোটারদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। কারণ, বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা মার্কিন নাগরিকদের জব কেড়ে নিচ্ছিল।








