ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে জেলাশাসকের কাছে স্মারকলিপি তৃণমূলের
নতুন পয়গাম, এবাদত ইসলাম, ২১ জানুয়ারি ২০২৬: এসআইআর (SIR) সংক্রান্ত একাধিক অভিযোগকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মিছিল ও জেলা শাসককে স্মারকলিপি দেওয়া হলো তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের অভিযোগ, অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার হাজার হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার বর্ধমান টাউন হল থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি জেলাশাসক দপ্তরের সামনে এসে পৌঁছায়। সেখানে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তৃণমূল নেতৃত্বরা।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার, বিধায়ক খোকন দাস সহ জেলা ও ব্লক স্তরের একাধিক তৃণমূল নেতা-কর্মী। এদিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে সামিল হয়। বিশেষভাবে নজর কাড়ে জামালপুর ব্লক থেকে তৃণমূলের শক্তিশালী উপস্থিতি। জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে প্রায় কুড়িটি বাস ও ট্রেনে করে প্রায় দু’হাজার মানুষ মিছিলে যোগ দেন বলে জানান মেহমুদ খান । বিপুল জনসমাগমে রীতিমতো সরগরম হয়ে ওঠে বর্ধমান শহর। এদিকে, প্রশাসনিক দপ্তরের সামনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে আগাম সতর্কতায় জেলাশাসক কার্যালয়ের আশপাশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।








