নেতাজির ১২৯তম জন্মবার্ষিকীতে আমতায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান
নতুন পয়গাম, অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া:
আজ বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অফিসকক্ষে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নেতাজির জন্মমুহূর্ত স্মরণে ঠিক দুপুর ১২টা ১৫ মিনিটে সাইরেন বেজে ওঠে। সাইরেনের সঙ্গে সঙ্গে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী সুরজিৎ মন্ডল। পরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দপ্তরের অমৃতা চক্রবর্তী, জিৎপল কোলে এবং উপস্থিত অতিথি ও অভ্যাগতবৃন্দ।
অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শ্রিপা বেরা। এরপর নেতাজির জীবন, আদর্শ ও দেশপ্রেম নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সুরজিৎ মন্ডল, অমৃতা চক্রবর্তী এবং জিৎপল কোলে। পাশাপাশি নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অমৃতা চক্রবর্তী। নেতাজির আদর্শ ও ত্যাগকে স্মরণ করে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে।








