এসআইআর-এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে পথে নামল বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: আজ ২৫ জানুয়ারি জাতীয় ভোটাধিকার দিবসে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করল বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস। এসআইআর-এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে এই কর্মসূচি নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এদিনের প্রতিবাদ মিছিলটি শুরু হয় বড়জোড়া উন্মেষ হল থেকে। মিছিলটি বড়জোড়া বাজার পরিক্রমা করে বড়জোড়া চৌমাথায় গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালীদাস মুখোপাধ্যায়, বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, শ্রমিক নেতা মহম্মদ ওয়েস, ছাত্রনেত্রী স্নেহা মুখোপাধ্যায়, ছাত্রনেতা নঈম শেখ, বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মন্ডল সহ দলের অন্যান্য নেতৃত্ব ও বিপুল সংখ্যক সমর্থক।
পথসভায় বক্তারা একযোগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, বিজেপি বুঝে গেছে সাধারণ মানুষের ভোটে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা ভারতের নির্বাচন কমিশনের মতো একটি স্বশাসিত প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সামনে রেখে ভোটের রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। বক্তারা আরও বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে এটি এক কলঙ্কময় অধ্যায়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই লড়াই চালিয়ে যাবে। সভা থেকে দাবি করা হয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৫০টিরও বেশি আসনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।








