কালিয়াচকের গর্ব শিক্ষারত্ন তানিয়া রহমতকে রাজ্য সরকারের বিশেষ সম্মান
নতুন পয়গাম, আবু রাইহান, কালিয়াচক: কালিয়াচকের গর্ব, শিক্ষারত্ন তানিয়া রহমতকে সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষভাবে সম্বর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিয়াচকে তানিয়া রহমতের বাসভবনে গিয়ে এই সম্মান প্রদান করেন। এই উপলক্ষে তানিয়া রহমতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, মুখ্যমন্ত্রীর নিজের হাতে লেখা শুভেচ্ছাপত্র এবং শুভকামনা বার্তা। পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও তাঁর প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়েও তানিয়া রহমত তাঁর নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আজ রাজ্য, দেশ এমনকি আন্তর্জাতিক স্তরেও এক পরিচিত নাম। শিক্ষা, সাহিত্য ও সমাজসেবার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান ইতিমধ্যেই বহু পুরস্কার ও স্বীকৃতিতে ভূষিত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতার এক খ্যাতনামা সাহিত্য সংস্থা তাঁর জীবনীমূলক গ্রন্থ প্রকাশ করতে চলেছে বলেও জানা গেছে।
তানিয়া রহমতের পরিবারও কৃতিত্বে উজ্জ্বল। তাঁর স্বামী ডা. হাজেরুল ইবকার একজন স্বীকৃত কবি। বড় কন্যা আলিশা ইবকার আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে লন্ডনের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে গবেষণারত। ছোট কন্যা আলিফিয়া ইবকার আমেরিকার নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গবেষণায় যুক্ত। শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত এই পরিবার আগামী ৩১ জানুয়ারি আলিয়া বিশ্ববিদ্যালয়ে “আদর্শ পিতা-মাতা” সম্মানে ভূষিত হতে চলেছে। এই উপলক্ষে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “তানিয়া রহমত আমাদের কালিয়াচকের গর্ব। তিনি শিক্ষা ও সংস্কৃতির জগতে এক উজ্জ্বল নক্ষত্র। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে আজ তাঁর বাড়িতে এসে আমরা তাঁকে সম্মান জানাতে পেরে গর্বিত। সমাজের জন্য তাঁর নিরলস প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকুক– এই কামনাই করি।”








