ইন্দাসে আনুমানিক ৪০০ বছরের পুরানো শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুড়চি মেলার শুভ উদ্বোধন
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: অতি প্রাচীন শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুড়াচি মেলার শুভ উদ্বোধন ইন্দাসে ইন্দাসে মহাসমারোহে শুভ উদ্বোধন হলো অতি প্রাচীন শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুড়াচি মেলা। বুধবার সকালে ইন্দাস নিমতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার সূচনা হয়। ঢাকের তালে তালে নৃত্যশিল্পী, মহিলা ঢাকি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার অসংখ্য মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ইন্দাস বাজার প্রদক্ষিণ করে মেলার মূল প্রবেশদ্বারে এসে শেষ হয়। এরপর মহাকুমা শাসক, স্বামীজি ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের হাত ধরে ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ইন্দাস হাই স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর দুটি মূর্তি মহাকুমা শাসকের হাত ধরে উন্মোচিত হয়। পরবর্তীতে মেলার মূল মঞ্চে বিশিষ্ট অতিথিদের উত্তরীয়, ব্যাজ, মেমেন্টো ও গাছ উপহার দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মঞ্চ থেকে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর একে একে অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রাচীন মেলা মোট ছয় দিন ধরে চলবে। মেলার প্রতিটি দিনেই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পরিবেশনা। এবছর মেলার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন, যিনি মেলার মঞ্চে পারফরম্যান্স করবেন। এই মেলাকে কেন্দ্র করে ইন্দাস সহ আশপাশের দূর-দূরান্তের গ্রামের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুধু ইন্দাস নয়, বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে আসছেন এই অতি প্রাচীন মেলার আনন্দ উপভোগ করতে। ঐতিহ্য, সংস্কৃতি ও মিলনের আবহে মেতে উঠেছে গোটা ইন্দাস অঞ্চল।








