এসআইআর-এর প্রতিবাদ মিছিল ইন্দাসে
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: ২৫ শে জানুয়ারি ভোটার অধিকার দিবস যেভাবে এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির দালালির অভিযোগ তুলে ইন্দাস ব্লকের রোল অঞ্চলে এক প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার রোল অঞ্চলের ফোটক থেকে মিছিল শুরু হয়ে সমগ্র রোল বাজার প্রদক্ষিণ করে গোপালনগরে এসে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ছাত্র পরিষদের সভাপতি আতাউল হক, মহিলা নেত্রী শ্যামলী রায় বাগদী, ভূমি কর্মাধ্যক্ষ মোল্লা নাসের আলী সহ রোল অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি ও একাধিক দলীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভা থেকে নেতৃত্বদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির ইঙ্গিতে SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সেই আতঙ্কে একাধিক মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের। পথসভা শেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্টেট কর্নার অনুষ্ঠিত হয়। সেখানে SIR আতঙ্কে আত্মহত্যাকারী সাধারণ মানুষদের আত্মার শান্তি কামনায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব দাবি করেন, সাধারণ মানুষের পাশে সদা সর্বদা তৃণমূল কংগ্রেস রয়েছে এবং এই ধরনের “নোংরা রাজনীতি” অবিলম্বে বন্ধ করতে হবে। সভা থেকে আরও দাবি জানানো হয়, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে হবে। একই সঙ্গে SIR-এর নামে হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।








