বড়জোড়া চৌমাথা মোড়ে আশা কর্মীদের বিক্ষোভ
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: দীর্ঘ কয়েক মাস ধরেই রাজ্যের আশা কর্মীরা আট দফা দাবিতে পথে নেমেছে । অবশেষে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আশাকর্মী দের সঙ্গে বসতে রাজী হয় এবং বুধবার আলোচনায় বসার দিন নির্ধারিত হয়।সেই মোতাবেক বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের আশা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে গেলে প্রশাসনের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়। এর ফলে ক্ষোভে ফেটে পড়ে আশা কর্মীরা। বড়জোড়া ব্লকের আশা কর্মীরা বড়জোড়া চৌমাথা মোড় অবরোধ করে । এর ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর আশা কর্মীরা রাস্তার পাশে ফুটপাতে বিক্ষোভ দেখাতে শুরু করে।
আরও পড়ুন








