প্রত্যয় সাহিত্য পরিষদের সাহিত্য সভা ও সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত
নতুন পয়গাম, শাহনাওয়াজ খান, উলুবেড়িয়া: উলুবেড়িয়া-হাওড়াভিত্তিক সাহিত্য সংগঠন প্রত্যয় সাহিত্য পরিষদ এর উদ্যোগে এক সাহিত্য সভা ও সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠান সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ২২ জানুয়ারি ২০২৬, বুধবার উলুবেড়িয়ার নিমদীঘিতে আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রত্যয় সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষক আব্দুল মান্নান, সম্পাদক শেখ লিয়াকত, সাহিত্য পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সহ সংগঠনের অন্যান্য সম্মানীয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাহিত্যপ্রেমী সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সাহিত্য সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রত্যয় সাহিত্য পরিষদের সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ। পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখনীর প্রসারে সংগঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. নুর আহম্মদ মোল্লা। তিনি তাঁর বক্তব্যে সাহিত্যচর্চার সামাজিক গুরুত্ব, নৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ গঠনে সাহিত্যের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুসংগঠিত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের ফলে সাহিত্য সভা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।








