১৫ দিনের মধ্যেই ফেটে চৌচির ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর রাস্তা, দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য সোনামুখীতে
নতুন পয়গাম তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া:
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে তৈরি কংক্রিটের রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই ফেটে চৌচির হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রাম পঞ্চায়েতের মুসলো গ্রামে। নিম্নমানের সামগ্রী ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। বিজেপির দাবি, শাসক দলের নেতাদের কাটমানির জেরেই এই বেহাল অবস্থা। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুসলো গ্রামে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে সম্প্রতি কংক্রিটের রাস্তা নির্মাণ করা হয়। কাজ শেষ হওয়ার মাত্র পনেরো দিনের মধ্যেই রাস্তায় একাধিক ফাটল দেখা যায়। এত অল্প সময়ের মধ্যেই রাস্তার এমন অবস্থা দেখে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, এই রাস্তা আদৌ কতদিন টিকবে।
গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই রাস্তা তৈরি করা হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, ভোটের আগে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আড়ালে সরকারি টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকানোর চেষ্টা চলছে, আর তার ফলেই উন্নয়নের কাজের মান এত খারাপ। অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোনামুখীর বিডিও টেলিফোনে জানান, এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।








