এসআইআর নিয়ে কবিতার বই লিখলেন মুখ্যমন্ত্রী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মমতা
নতুন পয়গাম, কলকাতা: ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকেও এসআইআর ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি নিজের সাহিত্যচর্চার কথাও তুলে ধরে তিনি জানান, এসআইআর প্রসঙ্গকে কেন্দ্র করে মাত্র দু-তিন দিনের মধ্যেই ২৬টি কবিতা লিখে ফেলেছি, যা বই আকারে প্রকাশিত হতে চলেছে। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই আমার প্রকাশিত বইয়ের সংখ্যা দেড় শতাধিক। এ বার আরও কয়েকটি বই প্রকাশিত হতে পারে। তবে এসআইআর-এর নামে যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সেটা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। যেহেতু সামনে ২৬-এর বিধানসভা ভোট, তাই আমি ২৬টি কবিতা লিখে ফেলেছি। সেটাও ‘এসআইআর’ নামেই প্রকাশিত হবে।”
মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, এই বই প্রকাশিত হলে তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়াবে ১৬২। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁর রাজনৈতিক জীবনের অনেক অভিজ্ঞতা এখনও লেখার আকারে প্রকাশ পায়নি। সেগুলি ভবিষ্যতের জন্য তিনি হৃদয়ের ভাণ্ডারে সঞ্চিত রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশনা জগতের প্রতিনিধিরা। এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। সেই কারণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আর্জেন্টিনীয় সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এছাড়াও, বইমেলার অংশ হিসেবেই আগামী ২৪ ও ২৫ জানুয়ারি কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাহিত্যপ্রেমীদের কাছে এবারের বইমেলা যে আরও আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই বাহুল্য।








