দীর্ঘদিনের দাবি পূরণ: নতুন পয়গামে ৮৬ লক্ষ টাকায় পাকা রাস্তা নির্মাণে খুশি গ্রামবাসী
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া:
সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বিধানসভা নির্বাচনের আগে অবশেষে বাঁকুড়া জেলার নতুন পয়গাম এলাকায় পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ১৬০০ মিটার দীর্ঘ এই রাস্তা তৈরি হওয়ায় খুশির হাওয়া বইছে গ্রামবাসীদের মধ্যে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন এলাকার মানুষ। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অসুস্থ রোগী ও তাঁদের আত্মীয়দের জন্য এই রাস্তাটি ছিল বড় সমস্যা। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে সোনামুখী ব্লকের হামিরহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হামিরহাটি পঞ্চায়েত অফিস থেকে পলাশীপাড়া ভায়া ঠাকুরবাড়ি পর্যন্ত এই পাকা রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সেন এবং হামিরহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কারক। ফিতে কাটা ও নারকেল ফাটানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, হামিরহাটি রেল স্টেশনে যাতায়াতের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা নির্মাণ শুরু হওয়ায় এলাকায় স্বাভাবিকভাবেই উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা রাজ্য সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। এ প্রসঙ্গে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, “এই রাস্তা তৈরি হলে প্রতিদিন প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতদিন রাজ্য সরকার থাকবে, ততদিন বাংলার উন্নয়ন নিয়ে মানুষের চিন্তার কোনও কারণ নেই।”








