সাগরদিঘীতে লহাজেলা ক্যানেলের উপর নতুন সেতুর শিলান্যাস, খুশি এলাকাবাসী
নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী:
সাগরদিঘী ব্লকের বালিয়া অঞ্চলে লহাজেলা ক্যানেলের উপর নতুন সেতু নির্মাণের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হলো। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীন WBSRDA প্রকল্পের আওতায় এই সেতু নির্মিত হবে। বৃহস্পতিবার গোপালপুর ও চামুন্ডা গ্রামের মধ্যবর্তী স্থানে সেতুটির শিলান্যাস করেন ২৩ নম্বর জেলা পরিষদের সদস্য সাজিবা খাতুন। এই সেতু নির্মাণের খবরে খুশি গোপালপুর, চামুন্ডা সহ আশপাশের গ্রামের মানুষজন। দীর্ঘদিন ধরে লহাজেলা ক্যানেলের কারণে যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল স্থানীয়দের। নতুন সেতু নির্মিত হলে দুই গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনই চাষাবাদ ও কৃষিপণ্য পরিবহণেও বিশেষ সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে।এছাড়াও উলাডাঙ্গা ও বালগাছি এলাকার বাসিন্দারা এই সেতুর মাধ্যমে খুব সহজেই নওপাড়া রেল স্টেশনে অল্প সময়ে পৌঁছাতে পারবেন, যা কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী হবে।জানা গেছে, প্রায় ৭৭ লক্ষ ৯২ হাজার ৬১০ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হবে। স্থানীয় মানুষের দাবি, এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতিই নয়, সার্বিক গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শিলান্যাস অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








