নেতাজী জন্মজয়ন্তীতে ইন্দাসে পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ইন্দাসে তাঁর একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। শুক্রবার ইন্দাসের বাঁধের পাড় বাজারে এই মূর্তির আবরণ উন্মোচন করেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। এদিন নেতাজীর মূর্তি আবরণ উন্মোচনের আগে গোবিন্দপুর থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার সূচনা হয়। পদযাত্রাটি বাঁধের পাড় বাজার পরিক্রমা করে ইন্দাস বাঁধের পাড় প্রবেশ পথে মূর্তি স্থাপনস্থলে এসে শেষ হয়। সেখানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। এরপর নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও বহু সাধারণ মানুষ। গান, কবিতা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেতাজীকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি স্থানীয় বিশিষ্টজনদের হাতে নেতাজী সুভাষচন্দ্র বসুর ক্ষুদ্র মূর্তি তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। নেতৃত্বের বক্তব্যে নেতাজীর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করে আগামী প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।








