রুশ তেল কেনা বন্ধ করেছে ভারত, দাবি আমেরিকার
নতুন পয়গাম, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া পদক্ষেপের জেরে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি জানান, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রুশ তেলের বড় ক্রেতা হয়ে উঠলেও ট্রাম্প প্রশাসন অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর নয়াদিল্লি সেই অবস্থান থেকে সরে এসেছে।
বেসেন্ট বলেন, ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির ওপর ২৫ শতাংশ এবং ভারতীয় পণ্যের ওপর সামগ্রিকভাবে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছিল। তাই ভারত সরকার প্রথমে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয় এবং বর্তমানে তা বন্ধ করেছে। উল্লেখ্য, রুশ তেল কেনা ও তা পুনরায় বিক্রির ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিলও বর্তমানে মার্কিন সেনেটে আলোচনার পর্যায়ে রয়েছে।
তবে আমেরিকার এই পদক্ষেপকে অন্যায় এবং অযৌক্তিক বলেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত সরকার মার্কিন বিলটির দিকে কড়া নজর রাখছে। ভারতের জ্বালানি নীতি সর্বদা জাতীয় স্বার্থ এবং সাশ্রয়ী মূল্যে শক্তি নিরাপত্তা নিশ্চিত করার ওপর ভিত্তি করে তৈরি।
ডিসেম্বরে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি ক্রেতাদের তালিকায় ভারত তৃতীয় স্থানে নেমে এসেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলো আমদানির পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বয়কট করলে ভারতই ছিল ডিসকাউন্টেড রাশিয়ান ক্রুড অয়েলের প্রধান ক্রেতা। মার্কিন অর্থমন্ত্রী রাশিয়া থেকে তেল কেনার জন্য ইউরোপ এবং চীনেরও তীব্র সমালোচনা করেছেন।







