ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজও ভরসার নাম অভিষেক শর্মা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম: তিনি খেললে প্রতিপক্ষের দাঁড়িয়ে দেখা ছাড়া আর উপায় থাকে না। টি-টোয়েন্টিতে তিনি অবিসংবাদিত বাদশা। তিনি যুবরাজ সিং-এর সুযোগ্য উত্তরসূরী, পাঞ্জাব তনয় অভিষেক শর্মা! প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে সহজেই বশ মানিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন সূর্যকুমাররা। তবে ইন্দোরে নামার আগে ভারতীয় শিবির সতর্ক ও সাবধানী। গম্ভীরের ছেলেরা ভুলের পুনরাবৃত্তি চাইছেন না। একদিনের সিরিজে গিলের নেতৃত্বে দারুণ শুরু করেছিল টিম ইন্ডিয়া। মনে করা হচ্ছিল, কোহলিরা দাপটে হোয়াইটওয়াশ করবেন কিউয়িদের। কিন্তু শেষ দু’টি ম্যাচে ড্যারিল মিচেলের বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিলেন প্রসিদ্ধ, জাদেজারা। টিম ইন্ডিয়া সিরিজ হারে ১-২ ব্যবধানে। তাই টি-২০ ফরম্যাটে কিউয়িদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দিতে চান না হার্দিকরা। আরও চেপে ধরাই তাঁদের লক্ষ্য।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু টি-২০ বিশ্বকাপ। তারই ড্রেস রিহার্সাল হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে। প্রথম ম্যাচে ৪৮ রানে জয় এলেও, বেশ কিছু বিষয় চিন্তায় রেখেছে কোচ গৌতম গম্ভীরকে। তিনি জানেন, বিশ্বকাপে ব্যর্থ হলে তাঁর পক্ষে চাকরি টিকিয়ে রাখা কঠিন। দেওয়াল লিখন পড়তে পারছেন গম্ভীর। তাই দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিতে রাজি নন তিনি। গম্ভীরের সোশ্যাল মিডিয়া পোস্টে রয়েছে সেই ইঙ্গিত। তিনি পছন্দের দল না পাওয়ার কথা বলতে চেয়েছেন। বোঝাতে চেয়েছেন, তাঁর হাত-পা বাঁধা। গম্ভীরের আঙুল কি তাহলে নির্বাচকদের দিকে? এই প্রশ্ন উঠছে। তাহলে কি বিশ্বকাপে গিলের বাদ পড়া তিনি মেনে নিতে পারছেন না। তবে এটা ঠিক, প্রথম ম্যাচে অভিষেক শর্মা ছাড়া ভারতের টপ অর্ডার ব্যাটিং সেভাবে সাড়া ফেলতে পারেনি। বাঁ হাতি ওপেনার যেখানে আটটা ছক্কা, পাঁচটা বাউন্ডারিতে ৩৫ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস সাজিয়েছেন, সেখানে বড়ই বেমানান দেখিয়েছে সঞ্জু স্যামসন, ঈশান কিষানদের। তাই দ্বিতীয় ম্যাচে নজর থাকবে তাঁদের উপর। কাগজে কলমে ভারতের ব্যাটিং খুবই শক্তিশালী। সূর্যকুমার গত ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন। বড় রান পাওয়ার চেষ্টা করছেন তিনি। হার্দিক পান্ডিয়া মিডল অর্ডারে দলকে ভরসা জোগাচ্ছেন। শিবম দুবে ও রিঙ্কু সিং ম্যাচ উইনার। শুরুটা খারাপ হলেও তাঁরা রানের গতি সচল রাখতে সক্ষম।
গত ম্যাচে সাত বোলার ব্যবহার করেছিল ভারত। বরুণ চক্রবর্তীর সঙ্গে খেলানো হয়েছিল স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। আর পার্টটাইম স্পিনার হিসেবে অভিষেক শর্মাকেও ব্যবহার করা হয়েছিল। মোটামুটি স্পিন বিভাগে এই কম্বিনেশনই থাকার সম্ভাবনা প্রবল। পেস আক্রমণে বুমরাহর সঙ্গী হতে পারেন অর্শদীপ, হার্দিক এবং শিবম দুবে।
প্রত্যাঘাত হানতে তৈরি নিউজিল্যান্ডও। পিছিয়ে পড়ে সিরিজে ফেরার অভিজ্ঞতা রয়েছে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসদের। গত ম্যাচে কনওয়ে, রাচীন রবীন্দ্ররা বড় রান পাননি। সেই হতাশা ভুলতে মরিয়া তাঁরা। টিম রবিনসন, মার্ক চাপম্যানরা কঠিন পরীক্ষায় ফেলতে পারেন ভারতীয় বোলারদের। নিউজিল্যান্ডের বোলিং আহামরি নয়। গত ম্যাচে জেমিসন, ফিলিপসরা প্রচুর রান দিয়েছিলেন। আসলে অভিষেককে দ্রুত ফেরাতে না পারলে কপালে যে দুঃখ রয়েছে, সেটা ভালোই বুঝে গিয়েছেন কিউয়িরা।তাই তাঁকে নিয়ে আলাদা হোমওয়ার্ক করেই নামবে কিউয়িরা,তা নিয়ে সন্দেহ নেই।
আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেঃ
ভারত বনাম নিউজিল্যান্ড।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
সরাসরিঃ স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে সম্প্রচার।








