প্রজাতন্ত্র দিবসে বিজনেস ওনার্সদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির
নতুন পয়গাম, অতসী মণ্ডল, কলকাতা: সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারকে সামনে রেখে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার, ২৬ জানুয়ারি মহেন্দ্র রায় লেন বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিনামূল্যের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। মহেন্দ্র রায় লেনস্থিত অ্যাসোসিয়েশন অফিসে আয়োজিত এই শিবিরে সহযোগিতায় ছিল ASG আই হসপিটাল ও ফর্টিকা হসপিটাল। শিবিরে আধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষা সহ সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, দৃষ্টিশক্তি পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয় অংশগ্রহণকারীদের।
স্বাস্থ্য শিবিরের পাশাপাশি শীতার্ত ও দুঃস্থ মানুষের কথা মাথায় রেখে এদিন এক কম্বল বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে উদ্যোক্তারা মানবিকতার বার্তা দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র রায় লেন বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির মল্লিক, সম্পাদক সৈয়দ আব্দুল শাকির, কোষাধ্যক্ষ নওশাদ আহমেদ, সহকারী সম্পাদক শামিন রহমান, সহকারী সভাপতি মোশাররফ হোসেন ও সহকারী কোষাধ্যক্ষ ইরফান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের সম্পাদক সৈয়দ ফয়সাল, ডব্লিউবিটিএমসি সংখ্যালঘু সেলের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক সিদ্দিকী, চেয়ারম্যান ফরিদ খান, বিএসবিএম-এর রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াজুল হক এবং এন্টালির বিধায়ক শ্রী স্বর্ণকমল সাহা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।








