আইএসএফ ও আশাকর্মীদের কর্মসূচি ‘মিছিল নগরী’তে চাক্কাজ্যামে চরম দুর্ভোগ
নতুন পয়গাম, কলকাতা: বুধবার কাজের দিনে কলকাতায় জোড়া রাজনৈতিক ও শ্রমিক কর্মসূচির জেরে চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। একদিকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের অভিযান, অন্যদিকে ধর্মতলার শহিদ মিনারে আইএসএফের কর্মসূচি — এই দুই জমায়েতের প্রভাবে এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট হয়।
সল্টলেক সেক্টর ফাইভ ও নিউটাউনমুখী ইএম বাইপাসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বাস, ট্যাক্সি ইত্যাদি যানবাহন। নিকো পার্ক থেকে চিংড়িঘাটা পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশাকর্মীরা কলকাতায় এসে পৌঁছন। তাঁদের বড় অংশ নামেন হাওড়া ও শিয়ালদহ স্টেশনে। তার জেরে স্টেশন চত্বর ও সংলগ্ন রাস্তায় তৈরি হয় ভিড় ও বিশৃঙ্খলা। বহু নিত্যযাত্রী ট্রেন থেকে নেমে বাস বা অন্য যান ধরতে সমস্যায় পড়েন। সল্টলেকের স্বাস্থ্য ভবনে পৌঁছে আশাকর্মীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড টপকে এগনোর চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে সেক্টর ফাইভ এলাকায় আরও বাড়ে যানজট।
একই সময়ে মধ্য কলকাতাতেও বাড়ে চাপ। আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার শহিদ মিনারে কর্মসূচি থাকায় এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড-সহ আশপাশের এলাকায় ভিড় জমে। ফলে ব্যাপক যানজট দেখা যায় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে। হুগলী, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে বহু সমর্থক বাস ও ট্রাকে করে শহরে আসেন। সেইসব গাড়ির একাংশ সায়েন্স সিটি হয়ে ধর্মতলার দিকে যাওয়ায় তপসিয়া, পার্ক সার্কাস ও সায়েন্স সিটি সংলগ্ন এলাকাতেও যানজট তৈরি হয়।
এর মধ্যেই আশাকর্মীদের একটি মিছিল শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশে রওনা দেয়। তবে নিউ মার্কেট থানার কাছে পুলিশ সেই মিছিল আটকে দেয়। সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির জেরে নিউ মার্কেট চত্বর ও এসএন ব্যানার্জি রোডে যান চলাচল কার্যত থমকে যায়।
পুলিশের এক আধিকারিক জানান, শহরের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি থাকায় যান চলাচলের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, ন্যূনতম ১৫ হাজার টাকা স্থায়ী সাম্মানিক, সমস্ত বকেয়া অবিলম্বে মেটানো-সহ একাধিক দাবিতে গত একমাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন আশাকর্মীরা।








