ইন্দপুরে পাশাপাশি দুই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: বাঁকুড়ার ইন্দপুরে পাশাপাশি অবস্থিত দুই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ইন্দপুরের বনকাটা ক্যানেল বীজ মোড়ে। চোরের দল একই সঙ্গে একটি এসবিআই ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট এবং একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার সার্ভিস ও অনলাইন সেন্টারে হানা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দোকানগুলির জানালার রড ভাঙা অবস্থায় দেখতে পান। বিষয়টি নজরে আসতেই তাঁরা দ্রুত দোকান মালিকদের খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।
দোকান মালিকদের দাবি, বুধবার রাতে নিয়মমাফিক দোকান বন্ধ করে তাঁরা বাড়ি ফিরে যান। পরদিন সকালে এসে দেখেন জানালার রড ভেঙে দুষ্কৃতীরা দোকানের ভিতরে ঢুকে সবকিছু তছনছ করেছে। অভিযোগ, চোরেরা ব্যাঙ্কের কাজের জন্য ব্যবহৃত দুটি ল্যাপটপ, একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ও কয়েক হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে গেছে। তাঁদের আরও দাবি, এই নিয়ে ওই এলাকায় মোট তিনবার চুরির ঘটনা ঘটল। ঘটনার খবর পেয়ে ইন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। চুরির ঘটনার জেরে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে, ল্যাপটপ চুরি যাওয়ায় ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস সেন্টারের পরিষেবা কীভাবে চালু রাখা হবে, তা নিয়ে উদ্বেগে পড়েছেন সেন্টারগুলির মালিকরা।








