রাজারহাটে শিশু-কিশোর উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
নতুন পয়গাম, কুদ্দুস আলি মোল্লা, রাজারহাট: “চলো সি, আই ও তে যাই– আঁধার ভুবনে আলো জ্বালাই” এই প্রেরণাদায়ক শিরোনামে চিলড্রেন ইসলামিক অরগানাইজেশনের উদ্যোগে রাজারহাটের রাইগাছি এলাকায় শিশু-কিশোরদের নিয়ে এক বর্ণাঢ্য উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন ও উদ্দীপনামূলক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রাটি রাইগাছির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জামায়াতে ইসলামী হিন্দের দায়িত্বশীল কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন শাহ। পুরো কর্মসূচি বিশেষ তত্ত্বাবধানে পরিচালনা করেন শলিডারিটির দায়িত্বশীল আনসার আলী। এছাড়াও অনুষ্ঠানে এস আই ও -এর কর্মীবৃন্দসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রতি উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।








