BREAKING:
বয়স মাত্র দশ বছর কিন্তু সাফল্যের নিরিখে সে অনেক বড়দেরও অনুপ্রেরণা  সুন্দরবনের মৈপীঠে অবাধে ম্যানগ্রোভ নিধন চলছে, প্রশাসন নির্বিকার সমুদ্রের জলের স্তর মাপতে গঙ্গাসাগরে ব্যবহার হচ্ছে রিমোট অপারেটেড ভেহিকেল এসআইআর ঘিরে উত্তেজনা ভাঙড়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ এসআইআর প্রক্রিয়ার নামে হেনস্থার অভিযোগ মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে রেকর্ড জনসমাগম নলহাটি ২নং ব্লকে SIR তালিকায় ৩১ হাজার গরমিল আজ শুরু ছোটদের বিশ্বকাপ, প্রথম দিনেই মাঠে নামছে ভৈবরা ব্যর্থ বিরাট, ব্যর্থ ভারতও; কাজে এল না রাহুলের দুরন্ত সেঞ্চুরি শীর্ষে বিরাট, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ড্যারিল মিচেল ইন্দাসে আনুমানিক ৪০০ বছরের পুরানো শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুড়চি মেলার শুভ উদ্বোধন ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কালিয়াচক কলেজের উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রান আরামবাগে পঞ্চদশ বর্ষের গ্রন্থমেলা ও নাট্যোৎসব ২০২৬ বেশ জমে উঠেছে শীতের রাতে ভরসা হাওড়া গ্রামীণ জেলা পুলিশ কর্মসংস্থান ও শিল্পে ব্যর্থতার অভিযোগ, পূর্ব বর্ধমানে তৃণমূলকে আক্রমণ অগ্নিমিত্রা পলের কালিয়াচকে শীতবস্ত্র বিতরণ: দুঃস্থদের পাশে সুজাপুরের আব্দুল হান্নান বিলুপ্তির পথে কালিয়াচকের শেরশাহি ও মোথাবাড়ির বাবলা এলাকার ঐতিহ্যবাহী তাত শিল্প ছবি এঁকে দিল্লিযাত্রা কৃতি ছাত্র ইমরানের পৌষের শেষে ফসল ঘরে, ধর্ম ও সংস্কৃতির মিলনে গ্রামবাংলায় মকর সংক্রান্তির উৎসব শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক রাজা। হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিংয়ে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস আজ জিতলেই সিরিজ ভারতের, বেগ দিতে মরিয়া নিউজিল্যান্ডও বাংলাদেশের দাবিকে নস্যাৎ করলো আইসিসি বার্সার কাছে হেরে চাকরি হারালেন রিয়াল কোচ জাভি আলান্সো জগন্নাথ ধাম শুধুমাত্র পুরীতে দিঘায় নয়, দাবি পুরীর শঙ্করাচার্যের বিধানসভা নির্বাচনের প্রাক্ মুহুর্তে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরালো ঘাসফুল শিবির খাদ্যের লোভে লোকালয়ে হাতির হানা, আতঙ্ক এলাকা জুড়ে চাঁচল সিদ্বেশ্বরী ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (চতুর্থ সেমেস্টার) প্রস্তুতি সভা বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিল দশটি পরিবার মেলেনি লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা, অবিবাহিত বৃদ্ধার নতুন ঘর বানিয়ে দিল আনসারী, সাগর, সুজনরা ভোটার তালিকায় সন্দেহভাজন ভোটার, নাম বাদ দেওয়ার দাবিতে চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ চুঁচুড়ার একটি এসআইআর শুনানি কেন্দ্রে এসে ক্ষোভ উগরে দিলেন এক বৃদ্ধা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা, তার আগেই শিল্প চাই বলে ব্যানার পড়ল “সৃজন” এর উদ্যোগে তিন দিনের নাট্য উৎসব ও সংস্কৃতিক প্রতিযোগিতা রক্তদান ও প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতঙ্গ বিতরণ শিবির সুনীতা উদ্যোগে সন্তান লালন-পালনে করণীয় ও বর্জনীয় নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে গাজাবাসীকে পাঠানোর ছক নেতানিয়াহুর এআই নিয়ে মধ্যমপন্থার পক্ষে কেন্দ্র নীতীশের হিজাব সরানো আসলে কী বলছে রাষ্ট্রকে? ছাত্র সংগঠন এসআইও-র উদ্যোগে রানীনগর-২ ব্লকে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছেলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন পালন কবি রমেন্দ্র কুমার আচার্য্যচৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন কবি ও গল্পকার মানসী কবিরাজ পড়ুয়া ও শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি বিদ্যালয় ধর্মের মেরুকরণ নয়, মানবিক ভারত গড়ার আহ্বান স্বামীজির জন্মজয়ন্তীতে যাদবপুর (বাঘাযতীন) স্টেশনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান তৃণমূলের নেতা-মন্ত্রীরা অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতেই রাজনীতিতে এসেছে : হাসিবুল ইসলাম মুম্বাইয়ে পিটিয়ে খুন পরিযায়ী শ্রমিক জাতীয় যুব দিবসে ক্যারিয়ার কাউন্সেলিং ও বিশেষ যুবসমাবেশ আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ নারী সুরক্ষায় পুলিশের মানবিক উদ্যোগ সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী ধূপগুড়িতে বিজেপির প্রতিবাদ মিছিল বারুইপুরে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত মহাকাশে বাড়ছে আবর্জনার ঝুঁকি আল-আমীন শামসুন একাডেমিতে শিক্ষক প্রশিক্ষণ শিবির কালিয়াচকে আজাদ সমাজ পার্টির যোগদান সভা আইপ্যাকের দপ্তরে ইডি হানা, প্রতিবাদ মিছিলে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি রঘুনাথগঞ্জে ‘নতুন দিশা’ কো-অপারেটিভ সোসাইটির শুভ উদ্বোধন জয়নগরের মোয়ার গুণগত মান যাচাইয়ে খাদ্য দফতরের অভিযান শীতের রবিবার মানেই পিকনিকের ঢল, জমজমাট ক্ষেতী মুজাফফর ফরেস্ট ভাঙড়ে আইএসএফের রক্তদান শিবির ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, আহত উভয়পক্ষের একাধিক এসআইআর এ সবচেয়ে বেশি নাম বাদ যাবে মতুয়াদের, এই আতঙ্কে মতুয়ারা দিশেহারা: মমতাবালা মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির ২০২৬ লোহাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রুদ্ধশ্বাস ম্যাচে সুপার কাপ জিতলো বার্সেলোনা, নায়ক রাফিনহা ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ‘বাংলাদেশ’ যোগ, আবার বিতর্ক সামনে শুধু শচীন, ছুটছেন কোহলি; নিউজিল্যান্ডকে হারালো ভারত একাধিক রেকর্ডের সামনে কোহলি, আজই ভাঙ্গতে পারে শচীন, সাঙ্গাকারার রেকর্ড! পিএম মুদ্রা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, যাদবপুরে পুলিশের জালে পাঁচ মা ক্যান্টিনে খেলেন মন্ত্রী, খাবার নষ্ট দেখে ক্ষুব্ধ স্বপন দেবনাথ এসআইআর: মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, কড়া সতর্কবার্তা কমিশনের শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ রিপোর্ট তলব কেন্দ্রের, রাজ্যজুড়ে প্রতিবাদ খোসা-সহ পেয়ারা খাওয়া ক্ষতি, নাকি উপকারী? দাবানলে অস্ট্রেলিয়ায় পুড়ে ছাই ৩ লাখ হেক্টর, অন্ধকারে ৩৮ হাজার ঘরবাড়ি ইরানে কি ফের পাহলভির শাসন ফিরবে? চ্যাটজিপিটির সাহায্য নিয়ে বিয়ে, অতঃপর বিভ্রাট রাম মন্দিরের ১৫ কিমির মধ্যে মদ-মাংস নয়, অযোধ্যায় তুঙ্গে বিতর্ক দলিত নারীকে কুপিয়ে হত্যা, কন্যাকে অপহরণ, উত্তপ্ত মেরঠ বিজেপির পদে ধর্ষণের আসামি, জনরোষে সিদ্ধান্ত প্রত্যাহার উত্তরপ্রদেশেও সোনার দোকানে বোরকা-মাস্ক নিষিদ্ধ সব পেলে নষ্ট জীবন পৃথিবীর শেষ রাস্তা, একা যাওয়া নিষেধ বহুভাষিক লেখক ড. রতন ভট্টাচার্যের জীবনালেখ্য শতবর্ষে মাওলানা আজাদ কলেজ শিক্ষা, সংস্কৃতি, সংহতি ও প্রগতির পথে যাত্রা আবারও চোট পেলেন ঋষভ, ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ নজরে সেই ‘রো-কো’ জুটি ডব্লুপিএল পরীক্ষা প্রস্তুতি ও অনুপ্রেরণামূলক শিবির অনুষ্ঠিত হরিশ্চন্দ্রপুর বইমেলায় আইনি সহায়তা শিবির: সাধারণ মানুষের পাশে আইনজীবী ওয়াসিম আকরাম মালদা টাউন হলে দুইদিন ব্যাপী পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়ির শালবাড়িতে বিজেপির বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির ঝটিকা সফর আবারও বাজিকারখানায় বিস্ফোরণ, জখম অন্তত ৪ সামসেরগঞ্জে অধীর চৌধুরীর মিছিলে জনসমুদ্র কৃষাণ মান্ডিতে ধান বিক্রি করতে না পেরে চরম দুর্দশায় কৃষকরা সাগরদিঘীতে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির তৃতীয় রাজ্য সম্মেলন মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনির্ভাসিটি (MANUU)-র ‘অব্যবহৃত’ জমি নিয়ে বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিস বিধায়ক নিজের ঢাক নিজেই পেটালেন চুঁচুড়ায় চাকরিতে যোগ দিতে গিয়ে শ্লীলতাহানি, গ্রেপ্তার কোচিং সেন্টারের কর্ণধার

বহুভাষিক লেখক ড. রতন ভট্টাচার্যের জীবনালেখ্য

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:০৮ | আপডেট: ১১ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:০৮
আন্তর্জাতিক টেগোর অ্যাওয়ার্ড (DRDC UK & India) ২০২৪-এর বিজয়ী ড. রতন ভট্টাচার্য (Ph.D., DLitt, USA) ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির প্রাক্তন অ্যাফিলিয়েট ফ্যাকাল্টি এবং KIAS বা কলকাতা ইন্ডিয়ান আমেরিকান সোসাইটির সভাপতি। তিনি একজন বিশিষ্ট বহুভাষিক কলাম লেখক ও সাহিত্যিক, যাঁর ব্রিটিশ ও আমেরিকান সাহিত্যের উপর কুড়িটিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

নতুন পয়গাম: আন্তর্জাতিক টেগোর অ্যাওয়ার্ড (DRDC UK & India) ২০২৪-এর বিজয়ী ড. রতন ভট্টাচার্য (Ph.D., DLitt, USA) ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির প্রাক্তন অ্যাফিলিয়েট ফ্যাকাল্টি এবং KIAS বা কলকাতা ইন্ডিয়ান আমেরিকান সোসাইটির সভাপতি। তিনি একজন বিশিষ্ট বহুভাষিক কলাম লেখক ও সাহিত্যিক, যাঁর ব্রিটিশ ও আমেরিকান সাহিত্যের উপর কুড়িটিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রায় ৪০ বছরের অধ্যাপনা জীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। চার দশকের অধ্যপনায় যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, দমদম মতিঝিল কলেজ, বঙ্গবাসী সান্ধ্য কলেজ, অসমের মানকাছার কলেজ ও বিদেশে আমেরিকার Faireleigh Dickinsong Virginia Commonwealth University সঙ্গে।
তিনি ফিলাডেলফিয়ার ইন্টারন্যাশনাল থিওডোর ড্রাইজার সোসাইটির প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা পরিষদের সদস্য। আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে (Fairleigh Dickinson University etc.) ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়েছেন। অধিভুক্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে।
তাঁর কাব্য-জীবনের সূচনা হয় ২০১৪ সালে সাইবারউইট, এলাহাবাদ থেকে প্রকাশিত “The Ballad of the Bleeding Bubbles” কাব্যগ্রন্থের মাধ্যমে। ২০১৫ সালে “Oleander Blooms” Authorspress ২০১৫ প্রকাশের পর তিনি “ওলিয়ান্ডার কবি” নামে পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ অসমীয়াতেও অনূদিত হয়েছে “রক্তাক্ত বুরবুরানির মালিতা” নামে (অসম পাবলিশিং হাউস, ২০১৫)। পরবর্তীতে তিনি লিখেছেন “Our Daughter Our Princess” ২০১৭, “Renee Rudhagni” ২০১৯ এবং ২০২৫ সালে Patridge Publishing থেকে একশ ছোটগল্পের সংকলন Silhouette: Twilight of Love, Best Seller Children Story book Putu Shona and “Melody and Maladies” প্রভৃতি প্রকাশিত হয়। তাঁর কবিতা ইউরোপ, দক্ষিণ এশিয়া, আমেরিকা ও কানাডার বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত ও অনূদিত হয়েছে। তিনি নিয়মিতভাবে নারী সেলিব্রিটি, সমাজ ও সাহিত্যের বিভিন্ন বিষয়ে কলাম, প্রবন্ধ ও উত্তর সম্পাদকীয় লেখেন, যার সংখ্যা বর্তমানে প্রায় ৪ হাজার।
তিনি আন্তর্জাতিকভাবে “Best Professor of the Year 2018” স্বীকৃতি পেয়েছেন এবং ফেয়ারলি ডিকিনসন ইউনিভার্সিটির আন্তর্জাতিক ফোরামে আমন্ত্রিত হয়ে বক্তৃতা প্রদান করেন। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য Literamo Award, এ.পি.জে আব্দুল কালাম অ্যাওয়ার্ড, বাংলাদেশ গ্লোবাল নেশন গ্রুপের ‘ভানু সিং অ্যাওয়ার্ড’ এবং আরণ্যক প্রদত্ত “বঙ্গ শ্রেষ্ঠ-২০১৪”।
Bloomington ইউএসএ থেকে প্রকাশিত হয়েছে তাঁর ছোটগল্প সংকলন Six Feet Distance এবং শিশু সাহিত্যের বইগুলো বহুল পঠিত। তিনি প্রায় ১৫টি ব্রিটিশ ও আমেরিকান সাহিত্যের উপর গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য: “Francis Scott Fitzgerald” প্যাট্রিজ, সিঙ্গাপুর, ২০২০ এবং “Theodore Dreiser: Going Beyond Naturalism” (INSC, বেঙ্গালুরু, ২০২১)। তাঁর ভারতীয় ইংরেজী সাহিত্য নিয়ে একক প্রবন্ধ সংকলন ৬৪০ পাতার বই “Our Time Revisited-২০২৪ সালে IIP বেঙ্গালুরু থেকে প্রকাশিত হয়।
মার্কিন সাহিত্য গবেষক হিসেবে প্রকাশিত তাঁর গ্রন্থগুলি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। কলকাতার দমদম মতিঝিল কলেজের ইংরেজি স্নাতকোত্তর বিভাগের প্রাক্তন প্রধান হিসেবে তিনি বহু দেশি-বিদেশী কবি সাহিত্যিকদের নিয়ে কবিতা ও গল্পের Workshop এবং Lecuture Series আয়োজন করেছেন। তাঁর অনূদিত কবিতা, গল্প অসংখ্য দেশি-বিদেশী ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। যোগ দিয়েছেন দেশ-বিদেশের নানা কনফারেন্সে।
বাংলা ভাষায় তিনি শিশুদের জন্য লিখেছেন “সাতসাগরের মণিমুক্তো” (ওয়ার্ল্ড ক্লাসিকস), “ছোটদের ছোট গল্প”, উপন্যাস “বটবৃক্ষ” এবং ব্যঙ্গাত্মক উপন্যাস “লর্ড গণেশের দুধপান”, যা কলকাতা ও দিল্লি বইমেলায় বেস্টসেলার হয়েছে। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করেছেন। অসমীয়া, বাংলা ও ইংরেজি ভাষায় জাতীয় দৈনিক যেমন- Daily Headlines Today (Kashmir) Assam Tribune, The Statesman, আজকাল, দৈনিক স্টেটসম্যান, পুবের কলম, আমার আসাম, দৈনিক জন্মভূমি, Shillong Times, ইত্যাদিতে নিয়মিত লেখেন। কলকাতা থেকে প্রকাশিত একমাত্র ইংরেজি ম্যাগাজিন “Ayomoy”-এর অ্যাসোসিয়েট এডিটর হিসেবেও কাজ করছেন। তিনি বর্তমানে দেশের বহু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং পিএইচডি গবেষণার মূল্যায়ক হিসেবে নিযুক্ত, যার মধ্যে রয়েছে Annamalai University, Nagpur University, Reva University, Vellore Institute of Technology, SLCS Madurai, VSSD PG College Kanpur, Prerna College PG Nagpur, JJTU University Rajasthan প্রভৃতি।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder