সন্তোষ ট্রফি, চ্যাম্পিয়নের মতোই শুরু বাংলার
নতুন পয়গাম: সন্তোষ ট্রফিতে প্রতিপক্ষকে প্রথম ম্যাচেই উড়িয়ে দিল সঞ্জয় সেনের প্রশিক্ষনাধীন বাংলা।গতবারের চ্যাম্পিয়ন বাংলা এদিন অসমের ডিব্রুগড়ের ঢাকুয়াখানা স্টেডিয়ামে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলে জিতলো। বাংলার পক্ষে গোল করেন আকাশ হেমব্রম, আকিব নওয়াব, অধিনায়ক রবি হাঁসদা ও সায়ন ব্যানার্জী। বাংলার পরের ম্যাচ আগামী শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে। বুধবারের ম্যাচে দুরন্ত খেলার সুবাদে ম্যাচের সেরা হন আকিব নওয়াব।
আরও পড়ুন








