বসিরহাট মালিতিপুর হাই স্কুল-এ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
নতুন পয়গাম, বসিরহাট: বঅনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলনের পর মশাল প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মিহির ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাওয়াজ আলম, হাশিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির প্রিন্সিপাল মুফাসসির হোসেন, বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলাম এবং প্রাক্তন প্রধান শিক্ষকসহ একাধিক বিশিষ্টজন।
এদিন দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলে রেসসহ মোট ২২টি বিভিন্ন খেলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শৃঙ্খলা, উৎসাহ ও ক্রীড়াসুলভ মনোভাব উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে বিশেষ বার্তা প্রদান করা হয় এবং সচেতনতা বাড়াতে একটি নাটকের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দলগত চেতনা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।








