প্রতিবাদে উত্তাল বসিরহাট, এসআইআর ইস্যুতে তৃণমূলের নিশানায় কেন্দ্র সরকার
নতুন পয়গাম, বসিরহাট: এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বসিরহাট। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত বসিরহাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাকে ঘিরে গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন বসিরহাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিফুল মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোস্তফা, বসিরহাট এনটিটিইউসি সভাপতি শফিকুল দফাদার সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
সভা থেকে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁদের অভিযোগ, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে এসআইআর-এর মতো ইস্যুকে সামনে এনে সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। বক্তাদের বক্তব্য, এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করা হচ্ছে এবং সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআর-এর নামে অযথা নোটিস ধরিয়ে মানুষের মধ্যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি তাঁর বক্তব্যে বলেন, “তৃণমূল কংগ্রেস কখনও সাধারণ মানুষের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত মেনে নেবে না। মানুষের অধিকার রক্ষায় আমরা রাজপথে নেমেছি। প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সভায় নেতৃত্বদানকারী সারিফুল মণ্ডল বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। বসিরহাটেও সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন আরও তীব্র করা হবে।” তিনি কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভা শেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনেও ধারাবাহিকভাবে আন্দোলন চলবে এবং সাধারণ মানুষের পাশে থেকেই লড়াই চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস।








