রেলের বৈঠকে জয়নগর লোকাল-সহ একাধিক দাবি তুললেন বিধায়ক বিশ্বনাথ দাস
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর :
শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘদিনের যাত্রী সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রেলের উচ্চপর্যায়ের বৈঠকে জয়নগর লোকাল ট্রেন চালু-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুললেন জয়নগরের বিধায়ক তথা পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ইউজার্স কনসাল্টেটিভ কমিটির সদস্য বিশ্বনাথ দাস। শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত প্রায় ১০৯ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে যাতায়াতে বর্তমানে তিন ঘণ্টারও বেশি সময় লাগে। জয়নগর মজিলপুর, বহড়ু, দক্ষিণ বারাসাত, গোচরন-সহ একাধিক স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী এই রুটে যাতায়াত করেন। সরকারি কর্মী থেকে শুরু করে বেসরকারি সংস্থার কর্মীরা সবাই এই লাইনের উপর নির্ভরশীল। কিন্তু পর্যাপ্ত ট্রেন পরিষেবা না থাকায় প্রতিদিনই যাত্রীদের বাদুড়ঝোলা হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, শিয়ালদহ-নামখানা ও শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন প্রতি ঘণ্টা অন্তর চলায় অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ রুটে পর্যাপ্ত বাস পরিষেবা না থাকাও এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। এই পরিস্থিতিতে জয়নগর লোকাল ট্রেন চালু হলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ। রেলের বৈঠক প্রসঙ্গে বিধায়ক বিশ্বনাথ দাস জানান, শিয়ালদহ দক্ষিণ ও উত্তর শাখার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তিনি একাধিক প্রস্তাব পেশ করেছেন। এর মধ্যে রয়েছে শিয়ালদহ-নামখানা রুটে ট্রেনের টয়লেট পরিষ্কার রাখা, রেকগুলির পরিকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জয়নগর থেকে শিয়ালদহ পর্যন্ত লোকাল ট্রেন চালুর দাবি। যদিও বিশেষ কারণে আপাতত জয়নগর-শিয়ালদহ লোকাল চালানো সম্ভব নয় বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে বিকল্প হিসেবে জয়নগর থেকে নিউ গড়িয়া পর্যন্ত লোকাল ট্রেন চালুর প্রস্তাব রাখা হয়েছে। বিধায়কের দাবি, জয়নগর লোকাল চালু হলে এই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন এবং দীর্ঘদিনের যাত্রী সমস্যার অনেকটাই লাঘব হবে।








