অনলাইন লেনদেন অ্যাপের কর্মীদের বিরুদ্ধে টাকা জালিয়াতির অভিযোগ, চুঁচুড়ায় তীব্র চাঞ্চল্য
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি:
অনলাইন টাকা লেনদেনের একটি অ্যাপ সংস্থার দুই কর্মীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল চুঁচুড়ায়। মেশিন বদলের নাম করে এক চা দোকানদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার দুই যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে চুঁচুড়ার খাদিনা মোড় ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, খাদিনা মোড় এলাকার চা দোকানদার সাহেব সাউ-এর অনলাইন টাকা লেনদেনের মেশিনটি কয়েকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল। বিষয়টি তিনি সংশ্লিষ্ট সংস্থাকে বারবার জানিয়েছিলেন। সেই সূত্র ধরেই মঙ্গলবার দুপুর নাগাদ দুই যুবক তাঁর দোকানে এসে মেশিন বদলানোর কাজ শুরু করে।
অভিযোগ, ওই দুই যুবকের মধ্যে একজন আগেও সাহেব সাউয়ের দোকানে মেশিন সংক্রান্ত কাজ করতে এসেছিল। তবে এদিন তার সঙ্গে অপরিচিত আরেক যুবক ছিল। তাঁরা দোকানে কিছুক্ষণ কাজ করার পর সাহেব সাউয়ের মোবাইল ফোন নিয়ে দীর্ঘক্ষণ ঘাঁটাঘাঁটি করে নতুন মেশিন বসিয়ে দোকান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সাহেব সাউয়ের সন্দেহ হওয়ায় তিনি কাছেই একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে থেকে কৌশলে এক যুবককে আবার দোকানে বসান এবং বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখনই জানা যায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা ওই দুই যুবকের মধ্যে একজনের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ঘিরে ধরেন। চাপের মুখে পড়ে অপর অভিযুক্ত যুবকের অবস্থানও প্রকাশ্যে আসে। পরে দু’জনকেই ধরে ফেলা হয়। যে যুবকের অ্যাকাউন্টে টাকা গিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতারণার কথা স্বীকার করে এবং সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাহেব সাউয়ের হাতে পুরো টাকা ফিরিয়ে দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে উত্তেজনা ও চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর প্রতারণার অভিযোগে দুই অভিযুক্ত যুবককে আটক করা হয়। আটক দুই যুবকের একজনের বাড়ি শ্রীরামপুরে এবং অপরজনের বাড়ি সাহাগঞ্জ এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








